সম্প্রতি ইন্দোনেশিয়ার কালেম্পংয়ের বনাঞ্চলের কাছের এলাকায় বছর ৫০-এর নিখোঁজ হওয়া নিয়ে খুব জল্পনা চলছিল। ফরিদা নামের মহিলাকে কাছের জঙ্গলে যেতে দেখা গিয়েছিল, কিন্তু তারপর আর তাকে দেখা যায়নি। মহিলার উধাও হওয়া নিয়ে অনেক রকমের জল্পনা চলছিল।
এরপর থেকে তাঁর পরিবারের লোকেরা, বন্ধু-আত্মীয় স্বজনরা তাঁকে খোঁজার চেষ্টা চালিয়ে যান। মহিলাকে খুঁজতে বের করতে স্থানীয়দের নিয়ে গড়া সন্ধানকারী দল ঢোকে জঙ্গলের ভিতরে। সেখানে গিয়ে লম্বা এক গাছের উপর ২০ ফুটের এক সুবিশাল পাইথনকে তারা ঝুলে দেখতে দেখেন। ফরিদার স্বামীর সন্দেহ হয় পাইথনটাই নিশ্চই ফরিদার কিছু করছে। সেই সন্দেহবশত পাইথনকে মেরে তার পেট কাটা হয়। এরপর পাইথনের পেট থেকে ফরিদার বিকৃত দেহ উদ্ধার হয়। আরও পড়ুন-নিজের থুতু দিয়ে কাস্টমারদের ফেস ম্যাসাজ! গ্রেফতার নাপিত
দেখুন ভিডিয়ো
Tragedy struck the village of Kalempang, Indonesia, on June 6, 2024. Farida, a 50-year-old woman, vanished while in the nearby forest.
A search party formed by local men ventured into the woods in the following days. Their search led them to a massive, 20-foot python.
The… pic.twitter.com/YmGgDmfpeG
— Morbid Knowledge (@Morbidful) June 8, 2024
পাইথনের পেট কেটে মহিলার দেহ উদ্ধারের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।