Uttar Pradesh Shocker: ঝগড়ার জেরে মদ্যপ স্বামীর মুখে অ্যাসিড ছুঁড়ল স্ত্রী, দেখুন ভয়ানক ভিডিয়ো
Photo credits: Dilip Singh/ Twitter

কানপুর: স্বামী (Husband) ও স্ত্রীর (Wife) মধ্যে তুমুল ঝগড়া চলছিল। এর মাঝেই আচমকা স্বামীর মুখে অ্যাসিড (Acid) ছুঁড়ে মারল স্ত্রী। পরে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। মারাত্মক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (UttarPradesh) কানপুরে (Kanpur)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কানপুরের বাসিন্দা ডাব্বু গুপ্তা রবিবার রাতে মদ (alcohol) খেয়ে দেরি করে বাড়ি ফিরেছিল। বাড়িতে ঢোকার সময় তার স্ত্রী পুনম দেরিতে আসার কারণ জানতে চায়। এই নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। পরে শুরু হয় মারামারিও। একটা সময় রাগের মাথায় স্বামীকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে মারে পুনম। বিষয়টি জানার পরে তাকে গ্রেফতার করেছে পুলিশ।