Delhi: দিল্লি বিমানবন্দরের মাঝে অজ্ঞান হয়ে পড়লেন মহিলা, দেখুন
Woman Faint In Delhi Airport (Photo Credit: Twitter)

দিল্লি, ১০ মে:  দিল্লি (Delhi) বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে হাজির হয়েছিলেন। সিকিউরিটি চেকআপের সময় বেশ কিছু সমস্যা দেখা দেওয়ায় এক পরিবারের ৩ জনকে বিমানে উঠতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিমানে উঠতে পারবেন না, এই ভেবে বিমানবন্দরের (Airport) মাঝেই অজ্ঞান হয়ে পড়েন মধ্য বয়স্ক এক মহিলা। যা দেখে এয়ার ইন্ডিয়ার কোনও কর্মী এগিয়ে আসেননি বলে অভিযোগ। এমনকী, ওই মহিলার কী হয়েছে, তা জানতেও কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ করেন বিপুল ভিমানি নামের এক ব্যক্তি। বিপুলই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মহিলার অজ্ঞান হয়ে যাওয়ার ভিডিয়ো শেয়ার করেন। যা প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়।

 

 

View this post on Instagram

 

পরে অবশ্য ওই ভিমানি পরিবারের ৩ জনকে সিকিউরিটি চেকআপ করিয়ে গেট নম্বর ৩২-এর বি দিয়ে বিমানে ওঠার সুযোগ দেওয়া হয়। তবে সিকিউরিটি চেকআপের বিষয় তাঁদের দেখার কথা নয় বলে এয়ার ইন্ডিয়ার কর্মীরা তাঁদের সঙ্গে যে ব্যবহার করেছেন, তা নিয়ে ফুঁসে ওঠেন ওই পরিবার।

আরও পড়ুন:  Sri Lanka: জ্বলছে শ্রীলঙ্কা, বিক্ষোভের আগুনে পুড়ছে একের পর এক যানবাহন, ভয়ঙ্কর ছবি দ্বীপরাষ্ট্রে

বিপুল ভিমানির ওই ভিডিয়ো নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে।