ভাইরাল ভিডিয়োর ঝলক (ছবিঃX)

নয়াদিল্লিঃ মাসের টার্গেট পূরণ করতে না পারায়  কার্যত গলায় দড়ি বেধে ঘোরানো হল এক কর্মীকে। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে একটি বেসরকারি সংস্থায়(Private Company)। এই মুহূর্তের একটি ভিডিয়ো ভাইরাল(Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়(Social Media)। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, কর্মীকে গলায় দড়ি বেঁধে মুখ দিয়ে মাটিতে পড়ে থাকা কয়েন তুলতে বলা হচ্ছে।   বেসরকারি সংস্থার এই চিত্র সামনে আসতেই শ্রম দফতরের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

টার্গেট পূরণে অক্ষম , কর্মীদের কুকুর সাজিয়ে মেঝে চাটাল সংস্থা

জানা গিয়েছে,  এই ঘটনাটি ঘটেছে কেরলের পেরুম্বাভুরে এই মার্কেটিং ফার্মে। তদন্তে নেমে জানা গিয়েছে, মাসের টার্গেট পূরণ করতে পারেননি কয়েকজন কর্মী। তাই তাঁদের এমন শাস্তি দিয়েছে অফিস কর্তৃপক্ষ। বিষয়টি সামনে আসতেই এই ঘটনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে রাজ্য মানবাধিকার কমিশন। ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন  রাজ্যের শ্রমমন্ত্রী ভি শিবকুট্টি। তবে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, পুলিশ জানিয়েছে ওই সংস্থার কর্মীদের তরফে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অন্যদিকে গোটা ঘটনাটি অস্বীকার করেছেন বেসরকারি ফার্মের মালিক। এই ভিডিয়ো ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া। কর্মীদের সঙ্গে এহেন নির্মম আচরণে খেপেছে নেটপাড়া। ওই বেসরকারি ফার্মের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি উঠছে সোশ্যাল মিডিয়ায়।

টার্গেট পূরণ না হওয়ায় কর্মীকে গলায় দড়ি বেঁধে কুকুর বানাল অফিস ভাইরাল বেসরকারি সংস্থার নির্মম ছবি