Smoking In Moving Train (Photo Credit: X/Screengrab)

চলন্ত ট্রেনে (Moving Train) সিগারেট জ্বলছে। ট্রেনের এসি (Moving Train) কামরার মধ্যে কখনও শুয়ে আবার কখনও বসে ধূমপান করতে দেখা যায় এক তরুণীকে (Woman Smoking Cigarette)। যা দেখে বাধা দিলে, উলটে হুমকি দেওয়া হয়। এবার চলন্ত ট্রেনে এক তরুণীর ধূমপানের ভিডিয়ো ভাইরাল (Viral Video) হতে শুরু করেছে শুরু করে।

ট্রেনে তরুণীর ধূমপানের যে ভিডিয়ো দেখা যায়, সেখানে লক্ষ্য় করা যায় এক অদ্ভুদ কীর্তি। দেখা যায়, চলন্ত ট্রেনের এয়ার কন্ডিশন কামরায় এক তরুণী ধূমপান করছেন। ওই অবস্থায় তাঁকে বাধা দেওয়া হলে, তিনি রেকর্ডকারীকে ভিডিয়ো ডিলিট করার কথা বলেন পালটা। এমনকী 'আপনার পয়সায় সিগারেট খাচ্ছি না' বলেও ওই তরুণীকে মন্তব্য করতে শোনা যায়।

যা শুনে ট্রেনের ভিতরে থাকা এক ব্যক্তি তাঁদের ঝগড়া থামানোর চেষ্টা করেন। তবে ঝগড়া তো থামেইনি উলটে তা আরও বেড়ে যায়। এরপর ওই তরুণীকে দেখা যায়, নিজের জায়গায় সিগারেট হাতে নিয়ে শুয়ে পড়তে। শুধু তাই নয়,  তিনি সিগারেট খচ্ছেন, কে কী করতে পারে তিনি দেখে নেবেন বলেও হুমকি দেন। পাশাপাশি পুলিশকে ডাকুন, তাতে তাঁর কী হয়, দেখতে চান বলেও ওই মহিলাকে হুমকি দিতে দেখা যায়।

আরও পড়ুন: Viral Video: রিল ভিডিয়োর 'পাগলামি', ভল্লুককে কোল্ড ড্রিঙ্ক দিচ্ছেন এই যুবক, দেখুন ভিডিয়ো

দেখুন চলন্ত ট্রেনে কীভাবে ধূমপান করছেন এক তরুণী...

সংশ্লিষ্ট তরুণীর ওই ভিডিয়ো দেখে রেল মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করা হয়। পাশাপাশি চলন্ত ট্রেনে তরুণীর ধূমপানের ঘটনায় তদন্ত করা হবে বলেও রেলের তরফে স্পষ্ট জানানো হয়েছে।