সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উত্তরপ্রদেশের উন্নাও জেলা থেকে একটি বিতর্কিত ধর্মীয় রীতি প্রকাশ্যে এসেছে মঙ্গলবার। জীবন্ত সমাধি নিতে চলা এক স্থানীয় যুবককে উন্নাও পুলিশ উদ্ধার করেছে মঙ্গলবার। পী্যুষ রাই নামের একজন সাংবাদিক এই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন ।
In UP's Unnao, a man was 'duped' into taking Samadhi allegedly by local sadhus. He was rescued on time by the local police from a pit covered with bamboo and mud. An FIR has been registered against the sadhus. pic.twitter.com/8avjNN55Ar
— Piyush Rai (@Benarasiyaa) September 27, 2022
আশিওয়ান থানার ইনচার্জ অনুরাগ সিং বলেছেন যে তেজপুর গ্রামের কিছু লোক তাদের জানায় যে ২২ বছর বয়সী এক ব্যক্তি গ্রামের বাইরে সমাধি নিচ্ছেন। তার নাম শুভম কুমার। পুলিশ যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের সূত্রে জানা গেছে তার বন্ধুরা তাকে এই বিতর্কিত প্রথায় সাহায্য করছিল। কোনোমতে ওই যুবককে উদ্ধার করেন তারা। ঘটনার সঙ্গে জড়িত চার আসামীকে গ্রেফতার করা হয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
थाना आसीवन पर उपरोक्त घटना के संदर्भ में प्राप्त तहरीर के आधार पर सुसंगत धाराओं में अभियोग पंजीकृत किया गया है तथा घटना में शामिल चारों अभियुक्तगण को गिरफ्तार कर लिया गया है, अग्रेतर विधिक कार्यवाही की जा रही है।
— UNNAO POLICE (@unnaopolice) September 27, 2022