Viral Video: বিয়ে করতে এসে নতুন বউকে দেখে ঘুমিয়ে পড়লেন বর, ভাইরাল ভিডিয়ো
ঘুমিয়ে পড়লেন বর

দিল্লি, ১৬ জুলাই: বিয়ের আসরে (Wedding) ঘুমিয়ে পড়লেন বর (Groom)। কনের পাশে বসেই ঘুমিয়ে পড়লেন বিয়ে করতে আসা বর। তাঁকে অনেকবার জাগানোর চেষ্টা করা হলেও, কাজে আসেনি। এমনকী, বরের মাথা ধরে ঝাঁকানো হয় জাগানোর জন্য। তা সত্ত্বেও কোনও কাজ হয়নি। কনের পাশে বসে আরাম করে ঘুমোতে শুরু করেন তিনি।

নিরঞ্জন মহাপাত্র নামে এক ব্যক্তি ওই ভিডিয়ো (Video) শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। বর কি মত্ত অবস্থায় বিয়ের আসরে হাজির হন, ভিডিয়ো দেখে এমন প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। নতুন বরকে ধরে অনেক ঝাকানো হলেও কেন তিনি উঠতে চাইলেন না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

আরও পড়ুন:  Surekha Sikri: হার্ট অ্যাটাকের ছোবল, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী সুরেখা সিক্রি

দেখুন..

 

 

View this post on Instagram

 

বিয়ে করতে এসে বর কেন ঘুুমিয়ে পড়লেন, সে বিষয়ে কনে (Bride) পক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি।