
Photo Credit_Twitter
কথায় আছে, রাখে হরি মারে কে! যত বড় বিপদই আসুক না কেন, মৃত্যু যদি লেখা না থাকে তাহলে কোনও কিছুই ঘটবে না। এমনটাই আরেকবার প্রমাণ করে দিল সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি।সজোরে বৃষ্টি পড়ছে তারই মধ্যে বাইকে চড়ে যাচ্ছিলেন এক যুবক, হঠাৎ ভেজা রাস্তায় টাল সামলাতে না পেরে পড়ে যান তিনি। বাইকটির ডানদিকে একটি চারচাকা বেড়িয়ে গেলেও বাইকের ঠিক পিছনেই ছিল একটি ১০ চাকার লরি।সেটিকে দেখে যুবকটি মুহুর্তের মধ্যে পাশ কাটিয়ে সরে যান। লরিটি কোনরকমে ব্রেক মারে কিন্তু তারইমধ্যে লরির চাকার তলায় চলে যায় বাইক আরোহীর হেলমেটটি। হেলমেট ভেঙ্গে গেলেও যুবকটি নিরাপদেই আছেন বলে দেখা গেছে ভিডিওতে। গাড়ির মধ্যে বসে বৃষ্টির ভিডিও করছিলেন এক ব্যক্তি সেখান থেকেই ভাইরাল হয় এই ভিডিওটি।
मौत को मात देने वाला शख़्स….
— LP Pant (@pantlp) July 16, 2022