মিয়ামি, ১৫ মে: আমেরিকার (USA) মিয়ামির (Miami) একটি ব্রিজে ভেঙে পড়ল (Crash-Lands) প্রাইভেট বিমান (Private plane)। ভেঙে পড়ার পরে ব্রিজের উপরে থাকা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় বিমানটির। এরপরই সেটিতে আগুন লেগে যায়। ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ৫ জন। ভয়ঙ্কর ভিডিওটি ক্যামেরায় ধরা পড়েছে, যা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে ছোট বিমানটি পড়ে চ্যাপ্টা হয়ে গিয়েছে এবং ব্রিজের মাঝখানে সেটিতে আগুন জ্বলছে। ঘন কালো ধোঁয়ার ঢেকে গিয়েছে এলাকা। একটু দূরেই ক্ষতিগ্রস্ত গাড়িটিকে দেখা যাচ্ছে। আরও পড়ুন: Fiery Wedding Stunt!: রিসেপশনে আগুনের গ্রাসে বর-কনে, ভাইরাল ভিডিও
দেখুন ভিডিও:
Awful private plane crash in #mia @nbc6 pic.twitter.com/LjJg7bgUtM
— Alex H (@lexSayzzz) May 14, 2022
নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, মায়ামি ডেড কাউন্টির বিস্কাইন বে-এর উত্তর প্রান্তে হাওলোভার ইনলেট ব্রিজে অবতরণ করার সময় বিমানটি গাড়িতে আঘাত করে।