Viral Video: শাড়ি পরে গাছে উঠে পড়লেন এক তরুণী। লাল রঙের শাড়ি পরে গাছের মাথায় উঠে বানালেন ভিডিয়ো (Viral Video)। পোস্ট করলেন তা ইনস্টাগ্রামে। অর্থাৎ রিল ভিডিয়োর (Reel Video) খপ্পরে পড়ে মানুষ যে বর্তমানে কত কী না করতে পারেন, তা এই ভিডিয়ো না দেখলে বিশ্বাস হবে না আপনার। এবার তেমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এল। যেখানে লাল রঙের শাড়ি পরে এক তরুণীকে দেখা যায়, গাছের ডালে উঠে পড়তে। গাছের (Tree) মগডালে উঠে ওই তরুণী বলতে শুরু করেন, তিনি গাছেদের রানি। গাছেদের রাজা বলে কেউ হয় না। মন্ত্রী, সেনাপতি যে যেখানে রয়েছেন, সবাই যেন তাঁর কাছে চলে যান। এমন সব কথা শোনা যায় ওই তরুণীর মুখে। যা শুনে হাসির রোল ওঠে নেট দুনিয়ায়। ওই তরুণী কী বলছেন আর কী করছেন, তা নিয়ে বহু মানুষ প্রশ্ন তুলতে শুরু করেন।
দেখুন গাছের মগডালে বসে কী বলেন ওই তরুণী...
View this post on Instagram
গাছের মগডালে চড়ে ওই তরুণী যে ভিডিয়ো বানান, তাতে তাঁকে কেউ ব্রাঞ্চ ম্যানেজার বলে অভিহিত করেন। কেউ আবার বলতে শুরু করেন, পরের বাহুবলীতে আপনাকে কাস্ট করবে। কেউ মজা করে বলেন, পেড়ো কি রানি, নীচে গিরি তো খতম কাহানি। আবার কেউ বিরক্তি প্রকাশ করেন। বলেন, কোথা থেকে এই সমস্ত লোকজন আসেন?
সবকিছু মিলিয়ে ওই তরুণী গাছে চড়ে যে ভিডিয়ো পোস্ট করেন, তা ভাইরাল হয়ে যায় মুহূর্তে।