Viral Video (Photo Credits: X)

নয়াদিল্লি, ২২ জুলাইঃ বসেছে মদের আসর। পিছনে বাজছে হিন্দি সিনেমার গান। এক ব্যক্তি পোশাক খুলে কেবল অন্তর্বাসে উন্মত্ত অবস্থায় নাচ করছেন। মাঝে আবার এক তরুণীর সঙ্গে জড়াজড়ি করেও নাচ করতে দেখা গিয়েছে তাঁকে। বন্ধ ঘরে মদ্যপ ব্যক্তির ওই অশ্লীল নাচ উপভোগ করছেন তাঁর সঙ্গীরা। উল্লাসের সঙ্গে ক্যামেরাবন্দিও করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। নেটবাসীর দাবি, মদ্যপ অবস্থায় অন্তর্বাসে তরুণীর সঙ্গে অশ্লীল নাচ করা ওই ব্যক্তি একজন বিজেপি বিধায়ক। তাঁর নাম অনিল উপাধ্যায় (Anil Upadhyay)। একজন বিধায়কের এমন আচরণের নিন্দায় সরব হয়েছেন নেটিজেন। তবে ওই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেছে অনলি ফ্যাক্ট (Only Fact) নামের এক এক্স হ্যান্ডেল।

বিধায়কের অশ্লীল নাচ!

জানানো হয়েছে, ভাইরাল ভিডিওটিতে বিজেপি বিধায়ক অনিল উপাধ্যায়কে অশ্লীল আচরণ করতে দেখা যাচ্ছে বলে যে দাবি করা হচ্ছে তা মিথ্যা। বাস্তবে, ওই নামে কোনও বিজেপি বিধায়ক নেই। আর ওই ভিডিওটি ২০১৯ সাল কিংবা তারও আগে থেকে অনলাইনে রয়েছে। কেউ বলছেন, ওই ব্যক্তি আসলে মালয়েশিয়া উপদেষ্টা বোর্ডের সদস্য। তো আবার কেউ বলছেন, ওই বক্তি পাকিস্তানের পিপিপি (Pakistan Peoples Party) দলের নেতা।

ওই ব্যক্তি বিধায়ক নন

Viral Video (Photo Credits: X)
Viral Video (Photo Credits: X)

তবে ওই ব্যক্তি যে বিজেপি বিধায়ক নয় তা নিশ্চিত করেছে অনলি ফ্যাক্ট। কারণ 'মাই নেতা' (MyNeta) ওয়েবসাইটে অনিল উপাধ্যায় নামে কোন বিজেপি বিধায়ককে খুঁজে পাওয়া যায়নি।