Viral Video (Photo Credit: Screen Grab)

৫২ বছরের এক মহিলাকে বিয়ে করলেন বছর ২১-এর এক যুবক (Youth)। এবার এমনই একটি ঘটনা কার্যত ভাইরাল (Viral) হল সোশ্যাল মিডিয়ায়। বয়স যে কোনও বাধা নয়, ৫২ বছরের প্রৌঢ়াকে বিয়ে করে তা প্রমাণ করেন একুসের যুবক। এমনকী তাঁদের এই অসম সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই 'ভালবাসা অন্ধ' বলে মন্তব্য করেন অনেকে। বিয়ের পর বছর একুশের যুবক বলেন, তিনি ৫২ বছরের মহিলাকে প্রাণের চেয়ে ভালবাসেন। অন্যদিকে ওই মহিলা পালটা বলেন, এতদিন পর তিনি তাঁর প্রকৃত ভালবাসার মানুষকে খুঁজে পেয়েছেন। ফলে তিনি গোটা জীবন খুব ভালভাবে, ভালবাসায় কাটাতে পারবেন বলেও মন্তব্য করেন ওই প্রৌঢ়া।

আরও পড়ুন: Viral Video: মুখ দিয়ে টাকা নিয়ে হাতেনাতে ধরা পড়লেন সাব ইন্সপেক্টটর, ভাইরাল ভিডিয়ো

জানা যায়, গত ৩ বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ান একুশের যুবক এবং ৫২ বছরের প্রৌঢ়া। তিন বছর ধরে সম্পর্কের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ের পর ওই অসম বয়সী দম্পতি ভাল থাকবেন বলে আশা প্রকাশ করেন।