জালাউন (উত্তরপ্রদেশ): টাকা না দিয়েই টোল প্লাজা (Toll Plaza) পার হতে চেয়েছিলেন এক দম্পতি। কিন্তু, তা মানতে চাননি টোল প্লাজার দায়িত্বপ্রাপ্ত মহিলা কর্মচারীরা (Female Staff)। এর জেরে ওই দম্পতির সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়ে যায় তাঁদের। পরে স্বামী কিছুটা চুপ থাকলেও প্লাজার মহিলা কর্মচারীদের সঙ্গে তুমুল মারামারিতে (Ugly Fight) জড়িয়ে পড়তে দেখা যায় তাঁর স্ত্রীকে। এই ঘটনার ভিডিয়ো (Video) সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (Viral) হওয়ার পরেই বিতর্ক শুরু হয়। উত্তরপ্রদেশ (Uttarpradesh) পুলিশের তরফে স্থানীয় জালাউন (Jalaun) থানাকে বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী ব্যবস্থা নেয় জালাউন থানার পুলিশ।
২৩ সেকেন্ডের ওই ভিডিয়োর শুরুতে দেখা যাচ্ছে, টোল প্লাজার মহিলা কর্মচারীদের সঙ্গে কথা কাটাকাটি চলছে এক বিবাহিতা যুবতীর। আর পাশে দাঁড়িয়ে তাঁকে সমর্থন দিচ্ছেন তাঁর স্বামী। কিছুক্ষণ পরে দেখা যায়, মহিলা কর্মচারীদের সঙ্গে চুলোচুলি শুরু হয়ে গেছে ওই যুবতীর। যদিও শেষপর্যন্ত তাঁকে রাস্তার উপরে ফেলে চড়াও হতে দেখা যায় টোল প্লাজার তিনজন মহিলা কর্মচারীদের। পরিস্থিতি দেখে ওই যুবতীর স্বামী ও আশেপাশে থাকা টোল প্লাজার পুরুষ কর্মচারীরা উভয়পক্ষকে থামিয়ে দেন।
UP: जालौन में टोल न देने पर गाड़ी रोकी तो महिला कर्मियों को पीटा, बाल पकड़कर नीचे गिराया
टोल प्लाजा पर महिला की गुंडागर्दी का Video हुआ Viral.#SocialMedia #ViralVideo @Uppolice @UPPViralCheck @jalaunpolice #DeshhitNews pic.twitter.com/ztGUdY916s
— देशहित न्यूज़ (@deshhit_news) November 2, 2022
@jalaunpolice - कृपया संज्ञान में लेकर आवश्यक कार्यवाही करें। @112UttarPradesh
— UP POLICE (@Uppolice) November 2, 2022