গুয়াহাটি, ৩০ জানুয়ারি: আমরা মানে মানুষরা সাধারণত গোরু, ছাগল, মোষের মতো গৃহপালিত প্রাণীর দুধ খাই। কিন্তু কখনও কি শুনেছেন যে মানুষে হাতির দুধ খাচ্ছে? আদতে সেটাই সত্যি। অসমের (Assam) গোলাঘাট জেলার (Golaghat District) একটি ছোট্ট মেয়ে একটি হাতির দুধ (Elephant Milk) খায়। দুধ খাওয়ার সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন, এই ভিডিও আসলে হাতি ও মানুষের মধ্যে প্রেমের বন্ধনের একটি দুর্দান্ত সাক্ষী।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, তিন বছরের হর্ষিতা বোরা (Harshita Bora) তাদের বাড়ির উঠোনে গৃহপালিত হাতির সঙ্গে খেলছে। মাঝেমাঝে হাতির স্তনে মুখ লাগিয়ে দুধও খাচ্ছে। সে যাতে ভাল করে দুধ পান করতে পারে, তার জন্য ছোট্ট হর্ষিতা হাতিটিকে একটু সরে যেতে বলছে এবং জাম্বো সেই নির্দেশ মেনে জায়গা করে দিয়ে ছোট্ট মেয়েটিকে তার দুধ খেতে দেয়।
দেখুন ভিডিও:
Guwahati: A three-year-old girl was seen trying to drink elephant milk in Assam, a set of videos captured the heartwarming scenes. The little girl was seen playing around the animal, hugging and kissing its trunk. The elephant also indulges the child by turning its trunk towards pic.twitter.com/6mGRx5PhEr
— Somesh Patel (@someshpatelNEWS) January 30, 2022
মেয়েটির বড় বোন এবং তার পরিবারের অন্য সদস্যরা ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং মেয়েটিকে উৎসাহিত করেন। প্রতিবেশীরা জানিয়েছেন, হর্ষিতা হাতিটিকে 'বিনু' বলে ডাকে এবং প্রায়শই এর সঙ্গে তাকে খেলতে দেখা যায়।