ডাবের জল খাচ্ছে তোতাপাখি (Photo Credits: @susantananda3 Twitter)

তৃষ্ণা মেটাতে নারকেল গাছে উঠে ডাবের জল (Coconut water) খাচ্ছে তোতাপাখি (parrot)। আর সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা ভিডিয়োতে মজেছেন। শনিবার, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্তা সুশান্ত নন্দ (Susanta Nanda) ওই ভিডিয়োটি টুইটারে পোস্ট করেন। ভিডিয়োতে তোতাটিকে নারকেল গাছে বসে থাকতে দেখা যায়। তারপরে, ছোটো একটি ডাবে ঠোঁট দিয়ে ফুটে করে জল খেতে দেখা যায়।

ভিডিয়োটি পোস্ট করে সুশান্ত নন্দ ক্যাপশনে লিখেছেন, "ডাবের জল পান করা কে পছন্দ করে না?" নন্দ তাঁর টুইটে ডাবের জল খাওয়ার উপকারিতাও ব্যাখ্যা করেছেন। তিনি লিখেছেন, "বলা হয়ে থাকে যে ডাবের জল হজম শক্তি বাড়ায়। গ্য়াস হওয়া দূর করে। ডাবের জল নিয়মিত সেবন করলে আপনার শরীরে ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় থাকবে। এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ডাবের জল।"  আরও পড়ুন: Chhattisgarh: জাতীয় সড়কে উল্টে গেল গাড়ি, দেদার লুট মদের বোতল! দেখুন ভিডিয়ো

ভিডিয়োটি ইতিমধ্যেই ১১ হাাজার জন দেখেছেন। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, "সুন্দর ভিডিও"। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, "তাদের ঠোঁট কতটা শক্তিশালী।"