তাল্লিতাল, ১৯ জুলাই: বাড়িতে ঢুকে কুকুরছানা তুলে নিয়ে গেল চিতাবাঘ (Leopard)। উত্তরাখণ্ডের তাল্লিতালের (Tallital) একটি বাড়িতে ঢোকে চিতাটি। আর সেই ভিডিয়ো সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে। উত্তরাখণ্ডের পাহাড়ি শহরে আবাসিক এলাকায় চিতাবাঘ চলে আসার ঘটনা প্রায়ই ঘটছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি চিতাবাঘ বাড়ির ভেতরে ঢুকছে। এরপর একটি কুকুরছানাকে আক্রমণ করছে। এরপর কুকুরছানাটিকে নিয়ে চলে যাচ্ছে মুখে করে ধরে। বাড়িতে ঢোকার পর চিতাটি এদিক এদিক ঘুরতে থাকে। এরপর কুকুরছানাটিকে দেখতে পেয়ে ঝাঁপিয়ে পড়ে। আরও পড়ুন: Karnataka: 'মরিচের গুঁড়ো মিশিয়ে রাম খান, করোনা পালাবে', পরামর্শ কংগ্রেস কাউন্সিলরের
#WATCH Uttarakhand: A leopard entered a house, attacked and killed a dog & took it away last night in Tallital. pic.twitter.com/xX2tf4KYMt
— ANI (@ANI) July 19, 2020
গতকাল উত্তরপ্রদেশের মোরাদাবাদের ঠাকুরদ্বার কলোনির একটি বাড়িতে একটি চিতাবাঘ ঢুকে পড়ে। দুই ব্যক্তিকে জখম করে। এলকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা লাঠি ও অন্য সরঞ্জাম নিয়ে চিতাবাঘটিকে মারে। মারের চোটে চিতাটি অজ্ঞান হয়ে যায়। পরে বন বিভাগের কর্মীরা এসে তাকে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দেয়।