Protester Smokes Joint Outside President’s Residence

শ্রীলঙ্কার অর্থনৈতিক সঙ্কট (Sri Lanka Economic Crisis ) চরমে। এই ডামাডোলে দেশবাসীকে অন্ধকারে রেখেই রাতারাতি মালদ্বীপে পালিয়ে গেলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট  গোতবয়া রাজাপাক্ষে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। এতদিন যে বিক্ষোভ একটু আড়াল খুঁজছিল, আজ যেন তা বেআব্রু হয়ে রাজপথে নেমে এসেছে। প্রেসিডেন্টের প্রাসাদ ঘিরে বিক্ষোভকারীর দল যেন রণনৃত্য করছে। আরও পড়ুন-Shivaranjan Bolannavar Survived From Shot: সুপারি কিলারের হাত থেকে কপাল জোরে প্রাণে বাঁচলেন এই কন্নড় অভিনেতা

প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্ঘের প্রাসাদের দিকে এগোচ্ছে বিক্ষোভকারীরা।কয়েকদিন ধরেই গোতবয়ার প্রাসাদে শোবার ঘর থেকে রান্নাঘর সব জায়গায় উল্লাস করে ফিরছে বিক্ষুব্ধরা। এবার তো প্রাসাদ চত্বরে দাঁড়িয়ে গাঁজা টানছে এক বিক্ষোভকারী নিজেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছে, “আমরা বর্তমান সরকারকে উৎখাত করেছি।” সেই ছবি ভাইরাল হয়েছে।