করোনাভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে বিশ্বের সারা দেশই লড়ছে। একে অপরকে সাহায্য করছে। করোনার মোকাবিলায় একেবারে সামনের সারিতে লড়ছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্যানিটাইজেন কর্মীরা। এরপরই আছে পুলিশ-প্রশাসন। যাদের কৃতজ্ঞতা জানাতে গেলে তা পরিমাণে প্রকাশ করা যাবে না। তাঁরা প্রত্যেকেই আমাদের কাছে দেবদূত। তবে সারা পৃথিবীতে আরও অনেকে আছেন যারা এই সঙ্কটের সময় অন্যের পাশে দাঁড়াচ্ছেন। তাঁদেরই একজন স্পেনের (Spain) এক ট্যাক্সি ড্রাইভার (Taxi Driver)। যিনি নিজের মতো করে করোনভাইরাসে আক্রান্তদের সহায়তা করছেন।
ওই ট্যাক্সি ড্রাইভার বিনা মূল্যে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরিচিত এবং তাঁর এই নিঃস্বার্থ কাজ অনেকের মন জয় করেছে। একদিন তিনি যখন হাসপাতাল থেকে একজন রোগীকে নিতে আসেন। তখন তিনি ভাবেননি তাঁর জন্য এমন কিছু অপেক্ষা করে আছে। হাসপাতাল থেকে তাঁকে ফোন করা হয়েছিল, তিনি আসার পর দরজা দিয়ে ঢোকেন, এরপর সেখানে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা হাাসপাতালের চিকিৎস ও অন্য কর্মীরা তাঁকে হাততালি দিয়ে অভ্যর্থনা (Standing Ovation) জানান। এছাড়া মহামারীর মধ্যে মহৎ কাজের জন্য তাঁকে একটি খামও উপহার দেওয়া হয়েছিল। তাতে অর্থ ছিল। আরও পড়ুন: Coronavirus Lockdown: লকডাউন না মেনে রাস্তার ধারে সবজি বিক্রি, পুলিশ-বিক্রেতা মারামারি মুম্বইয়ে; দেখুন ভিডিয়ো
"Es una sorpresa que le hemos dado a un taxista que lleva a pacientes sin cobrar al hospital.Le hemos dado un sobre con dinero y una dedicatoria.Le hemos llamado para decirle que tenía que hacer un traslado y ha sido muy emocionante. No paraba de llorar."
Gracias a el y a ellos. pic.twitter.com/CcXX1BVfko
— #ElTaxiUnido (@eltaxiunido) April 18, 2020
সেই অভ্যর্থনা জানানোর ভিডিয়ো টুইট করে ক্যাব সংস্থা। আর তা ভাইরাল হয়ে যায়। ক্য়াব সংস্থা টুইটে লেখে, "এটি সত্যই আমাদের হৃদয়কে ভীষণ উষ্ণ করেছে। ওই ব্যক্তির প্রতি ভালোবাসায় ভরিয়ে তোলে, যিনি নিজের আগে সেবার প্রতি বিশ্বাস রাখেন। প্রকৃতপক্ষে, আপনি প্রকৃত লোককে কেবল সঙ্কটের সময়ে দেখেন।"