Snake Video: যে কোন সরীসৃপ প্রাণী দেখেই গা ঘিনঘিন করে ওঠে। তবে সরীসৃপ প্রাণী দেখে ভয় পান না অনেকেই। কিন্তু সাপ দেখে বুক কেঁপ ওঠে না এমন মানুষ হাতে গুণে পাওয়াও মুশকিল। সেই সাপকেই এবার চুমু খেয়ে দেখালেন এক তরুণী। তাও আবার একেবারে ঠোঁটে ঠোঁট বসিয়ে চুমু।
সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হয়েছে ওই তরুণীর কাণ্ড। তরুণীর নাম লরা লিওন (Laura Leon)। যিনি সোশ্যাল মিডিয়ায় 'দ্য স্নেক গার্ল' নামে পরিচিত। ইনস্টাগ্রামে তাঁর ২০ লক্ষেরও বেশি ফলোয়ার। সাপ নিয়েই তাঁর জগৎ সংসার। সাপ থেকে শুরু করে বিভিন্ন ধরণের সরীসৃপ প্রাণী, জন্তু জানোয়ার নিয়ে সর্বক্ষণ মেতে থাকেন তিনি। কখনও বিশালাকার অ্যানাকোন্ডা সাপকে জড়িয়ে ধরে ঘুমান, একসঙ্গে স্নান করেন, তো আবার কখনও তাদের চুমু দেন। ভয়ডরের লেশ মাত্র নেই তাঁর মধ্যে।
দেখুন 'দ্য স্নেক গার্ল'-এর কীর্তিকলাপ
সাপের সঙ্গে বিছানায় ঘুমাচ্ছেন লরাঃ
View this post on Instagram
সাপ জড়িয়ে স্নানঃ
View this post on Instagram
সাপের ঠোঁটে ঠোঁট বসিয়ে চুম্বনঃ
View this post on Instagram
View this post on Instagram
একসঙ্গে চারটি সাপ গলায় জড়িয়ে ফটোশুটঃ
View this post on Instagram