কিছু লোক ঝাড়ু না দিয়ে নোংরা ঘরে কয়েক দিন এমনকি কয়েক মাস ও থাকতে পারে কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা তাদের বাড়িতে এক বিন্দু ধুলোও সহ্য করতে পারে না। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা পাওয়া এই ভদ্রমহিলা ওই দ্বিতীয় শ্রেণীর ক্যাটাগরিতে পরেন। এবিসি নিউজের ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় ওই মহিলা একটি বিপজ্জনকভাবে সরু প্ল্যাটফর্মে সেফটি বেল্ট ছাড়াই দাঁড়িয়ে আছেন, এবং ওই অবস্থাতেই তিনি তাঁর ঘরের জানলা মুছে পরিস্কার করছেন। লক্ষ্য করলে দেখা যাবে তাঁর কোমরে সেফটি বেল্ট পর্যন্ত নেই।
বাড়িটি বহুতল সেটা ভিডিও দেখে স্পষ্ট, তবে ক্যামেরা জুম আউট করলে বাড়ির মাপ দেখে চক্ষু চড়কগাছ হয়ে গেছে নেটিজেনদের। "বাড়িতে এটি করার চেষ্টা করবেন না, এই সতর্ক বার্তা দিয়ে ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।আপনিও দেখে নিন সেই ভিডিও-
View this post on Instagram