উত্তরপ্রদেশ: রেলওয়ে প্রোটেকশন ফোর্সের একজন অফিসার (RPF Officer) ঝুঁকি নিয়ে প্রয়াগরাজে (Prayagraj) এক বয়স্ক ব্যক্তির জীবন রক্ষা করলেন। রবিবার এএসআই সঞ্জয় কুমার রাওয়াত দুর্দান্ত সাহসিকতার সঙ্গে ৬৩ বছর বয়সী সজ্জন কুমারকে ট্রেনের নীচে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেন।
আরও পড়ুন: Lamborghini Fire: অবিশ্বাস্য! রাস্তার মাঝে দাউদাউ করে জ্বলছে কোটি টাকার ল্যাম্বরগিনি
সজ্জন কুমার খাবার কিনতে প্রয়াগরাজ জংশনে নামার সময় ঘটনাটি ঘটে, ট্রেনটি ছেড়ে দিলে তিনি চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন, ভারসাম্য হারিয়ে ফেলে প্ল্যাটফর্ম এবং ট্রেনের মধ্যে আটকে যাচ্ছিলেন। এমন সময় পুলিশ আধিকারিক সঞ্জয় কুমার রাওয়াত তাঁকে বাঁচিয়ে নেন।
দেখুন ভিডিও
#Video | Alert Railway Cop Saves Elderly Man From Coming Under Train In Uttar Pradesh
Read here: https://t.co/NhPxkxS02m pic.twitter.com/QMuGJ4Oy4p
— NDTV (@ndtv) April 16, 2024