RPF Man Saves Woman (video Screen Grab)

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পিছনে প্ল্যাঠফর্ম ও ট্রেনের মধ্যবর্তী ফাঁকে পড়ে যাচ্ছিলেন মহিলা যাত্রী। শেষমুহূর্তের উপস্থিত বুদ্ধির জোরে তাঁর প্রাণ বাঁচালেন আরপিএফ কনস্টেবল (Railway Protection Force) এস মুন্ডা। বুধবার বেলা দশটা বেজে পাঁচ মিনিটে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে  ভুবনেশ্বর রেল স্টেশনের কিন নম্বর প্ল্যাটফর্মে।

সেই সময় পালাসা- কটক প্যাসেঞ্জার পাঁচ মিনিট দাঁড়ানোর পর প্ল্যাটফর্ম  ছেড়ে যাচ্ছিল। একেবারে মৃত্যুর মুখ থেকে ওই মহিলাকে বাঁতিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় হিরো কনস্টেবল এস মুন্ডা। ভিডিওটি ভাইরাল হয়েছে

ভাইরাল ভিডিও