ডলফিন এমনিতেই ভারী সুন্দর একটা প্রাণী। ডলফিনকে দেখলেই যেমন আদর করতে ইচ্ছা করে, তেমন তাদের মেজাজ, মানুষের প্রতি ভালবাসাটাও নজর টানে। ডলফিনের ছবি, ভিডিয়ো তাই ইন্টারনেট দুনিয়ায় এমনিতেই খুব জনপ্রিয়। তার ওপর আবার যদি ডলফিন গোলাপী রঙের হয়, তাহলে তো কথাই নেই। তেমনই হল এক সোশ্যাল মিডিয়া পোস্টে। মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা সমুদ্র সৈকত্যে খেলে বেড়াচ্ছে একটি গোলাপী রঙের ডলফিন, সম্প্রতি এমন একটি পোস্ট বেশ ভাল ভাইরাল হয়।
অনেকেই সেই পোস্টটি শেয়ার করে নানা দাবি করেন, কেউ লেখেন, বিরল প্রজাতির ডলফিন সমুদ্র সৈকতে আটকে আছে, তো কেউ লেখেন অ্যালবিনো ডলফিন। আরও পড়ুন- ২০ বছর ধরে অফিসে গিয়ে কোনও কাজ না করেই মিলছে বেতন! কোম্পানির বিরুদ্ধে মামলা কর্মচারী মহিলার
দেখুন ছবিতে
কিন্তু আজকাল যেমন প্রযুক্তির ব্যবহার করে ছবিকে নিয়ে যেরকমভাবে খেলে বাস্তবের লুক দেওয়া যায়, তেমন সেই প্রযুক্তি ব্যবহার করে ধরেই ফেলা যায় সেটা জাল/ফেক, নাকি সত্যি। তেমনই হল এ ক্ষেত্রে।
দেখুন ছবিটি
They say a pink dolphin was stuck on the beach in the OBX of N.C.
Fascinating pic.twitter.com/A0N8c9TWjK
— Margo (@MargoinWNC) June 19, 2024
দেখুন ছবিতে
নর্থ ক্যারোলিনা সমুদ্র সৈকতের সেই গোলাপী ডলফিনের ছবিগুলি আসলে পুরোপুরি এআই বা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স, বাংলায় যাকে বলে কৃত্রিম বুদ্ধিমতত্তার সাহায্য নিয়ে বানানো হয়েছে।
স্নুপস নামের এক ফেক চেক ওয়েবসাইট জানিয়েছে, ছবিটির ৯৯ শতাংশই AI টুলের মাধ্যমে জেনারেট করা হয়েছে।