নতুন দিল্লি, ১৪ সেপ্টেম্বর: আগামী ১ অক্টোবর দেশের নিউ নর্মালে প্রবেশ করতে চলছে সিনেমাহল? এমনই একটি খবর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, কোভিড-১৯ গাইডলাইন মেনে দেশের সমস্ত সিনেমা হল গুলি খুলতে চলেছে আগামী মাসের ১ তারিখে। তবে কি সত্যি সত্যিই আগামী ১ অক্টোবর থেকে দেশের সিনেমা হলগুলি ফের চালু হবে? ইতিমধ্যেই তথ্য যাচাইয়ের পর পিআইবি জানিয়েছে, খবরটি ভুয়ো। দেশের সমস্ত সিনেমা হল চালু সংক্রান্ত কোনও বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এদিকে একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর বলেছে স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে কঠোর কোভিড-১৯ গাইড লাইনের মেনে আগামী ১ অক্টোবর দেশের সমস্ত সিনেমা হল পুনরায় চালু হবে। আরও পড়ুন-Health Minister Harsh Vardhan: ভারতে আরও ২৯ হাজার সংক্রমণ ও ৭৮ হাজার মৃত্যু রুখেছে লকডাউন, সংসদে বললেন হর্ষবর্ধন
PIB-র ফ্যাক্ট চেক
Claim:A Media report has claimed that Home Ministry has ordered reopening of cinema halls across the country from 1st October with the imposition of strict regulations. #PIBFactCheck: This claim is #Fake. No decision has been taken by @HMOIndia on reopening the cinema halls yet pic.twitter.com/hc903cfXnm
— PIB Fact Check (@PIBFactCheck) September 14, 2020
এই দাবি ভুয়ো। সিনেমা হল কবে ফের চালু হবে তানিয়ে এখনও পর্যন্ত কোনও বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রকাশিত হয়নি। এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা যে ভুয়ো তা প্রমাণ করেছে পিআইবি। করোনাভাইরাসের সংক্রমণ ছড়াতেই মার্চ মাস থেকে দেশজুড়ে লকডাউন শুরু হয়। সেই সময় থেকেই বন্ধ রয়েছে দেশের সমস্ত সিনেমা হল। গত ২৯ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রক আনলক-৪ এর নির্দেশিকা দিয়েছে। যার অধীনে বিভিন্ন শহরের মেট্রো পরিষেবা ধাপে ধাপে শুরু হয়েছে গত ৭ সেপ্টেম্বর থেকে। যেখানে ২১ সেপ্টেম্বর থেকে ১০০ জনের জমায়েতে সভা করার অনুমতি পেয়েছে রাজনৈতিক দলগুলি। এই তালিকায় পড়ছে ধর্মীয় সভা ও সামাজিক অনুষ্ঠানও। যদিও আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকছে সিনেমা হল, স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কোচিং সেন্টারগুলি। তবে আনলক ৪-এর গাইড লাইনে নবম ও দ্বাদশ শ্রেণির পড়ুায়েদর জন্য নিয়মের কিছু শিথিলতা এসেছে।