Diwali Gifts (Photo Credit: ANI)

হরিয়ানা: উৎসবে কর্মীরা কর্মক্ষেত্র থেকে বিভিন্ন ধরনের উপহার পেয়ে থাকেন। সামেনেই দীপাবলি। আলোর উৎসব। এই উৎসবেও কর্মীরা অনেক ধরনের উপহার পেয়ে থাকেন। তবে এই দীপাবিলিতে হরিয়ানার পঞ্চকুলার একটি ফার্মা কোম্পানির কর্মীরা যে উপহার পেল, তাতে চোখ কপালে উঠেছে অনেকেরই। এই ওষুধ কোম্পানিটি তাদের ১২ জন কর্মীকে দিওয়ালির উপহার হিসাবে গাড়ি দিয়েছে। এই ১২ জন কর্মীর মধ্যে একজন অফিস বয়ও রয়েছেন। উৎসবের আগে কোম্পানি থেকে এমন উপহার পেয়ে বেজায় খুশি কর্মীরা। সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে সেই ভিডিও।

দেখুন

 

কোম্পানির ডিরেক্টর এম কে ভাটিয়া জানিয়েছেন, কর্মীরা যেভাবে কঠোর পরিশ্রম করে কোম্পানিকে দাঁড় করিয়েছেন তাতে আমি খুশি। কয়েক বছর আগে এই কোম্পানি পথ চলা শুরু করেছিল। তারপর থেকে ওই কর্মীরা কঠোর পরিশ্রম করেছেন। কোম্পানিতে অনেক ওঠা নামা আছে। কিন্তু আমি দেখেছি কর্মচারীরাই হলেন স্টার। আমি চাই আমার কর্মীরা নিজেদের সেলিব্রিটি হিসাবে ভাবুন। তাঁদের ইতিবাচক ভাবনার জন্য আজ আমি এগোতে পেরেছি।