UFO and Alien: মহাকাশে ভিনগ্রহের যান-প্রাণী? টুইটারে মিম-জোকসে ছড়াছড়ি
UFO memes (Photo Credits: Twitter)

বিশ্বজুড়ে ৩০ লাখ মানুষ আক্রান্ত করোনাভাইরাসে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কখনও আক্রান্তের খোঁজ মিলছে কখনও আবার মৃত্যুর খবর। কিন্তু করোনাভাইরাসের খবর সরিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইউএফও এবং এলিয়ানরা। সম্প্রতি পেন্টাগন তিনটি ছোট ছোট ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওটিতে এক অদ্ভুত উড়ন্ত জিনিস দেখা যাচ্ছে। ২০০৪ কিংবা ২০০৫ সালে এমন দৃশ্য দেখা গেলেও সেটি আমেরিকা গোপন রাখে। সোমবার প্রকাশ করা হয়েছে সেই ভিডিও। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই ভিডিওগুলি মার্কিন নৌবাহিনীর পাইলটরা তুলেছিলেন।

স্ক্রিনের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে চলে গেল ওই বস্তুটি। ইনফ্রারেড ক্যামেরায় বন্দি করা হয়েছে সেই দৃশ্য। প্রচণ্ড দ্রুতগতিতে চলছে এই যান। এই ভিডিও নিয়ে শুরু হয়েছে নানা মজার মিম এবং জোকস। টুইটার ট্রেন্ডেও শীর্ষে রয়েছে #UFOs এবং #Pentagon। এহেন একাধিক ভিডিও মাঝেমধ্যেই দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তারমধ্যে বেশিরভাগই ভিত্তিহীন হয়। তবে, এই ভিডিওটির সত্যতা স্বীকার করল পেন্টাগন।

UFOs এবং এলিয়ানদের নিয়ে যেসব ভিডিও শেয়ার হয়েছে। সেগুলো দেখে নেওয়া যাক একনজরে।

হাহাহা!

২০২০ সাল, আর কী দেখার বাকি রইল?

ওরা আসছে...

মনে আছে তাঁকে?

আরও আছে?

একদমই তাই

কেমন দেখতে হতে পারে এটা

আর কিছু?

ওপস!!