UFO Sightings: মার্কিন আকাশে তেনাদের উদয়। সবাইকে চমকে মার্কিন আকাশে অদ্ভূত কিছু জিনিস নজরে পড়ল। ক্যালিফোর্নিয়ার পামডালে ও ল্যাঙ্ককাস্টারে অনেকেই দাবি করেন, গতকাল রাতে তারা ইউএফও দেখেছেন। UFO-র পুরো কথা হল 'আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট'। বাংলায় করলে যা দাঁড়ায়, শনাক্ত করতে না পারায় উড়ন্ত বস্তু। গোটা দুনিয়া যাকে সাধারণভাবে ধরে নেয়, অন্য গ্রহ থেকে উড়ে আসা যান হিসেবে। অনেকেই মনে করে ইটি বা জাদু-রা এতে চড়েই দুনিয়ায় আসেন।
এই বিষয় নিয়ে মার্কিন মুলুকের সোশ্যাল মিডিয়ায় কার্যত বিস্ফোরণ শুরু হয়েছে। সবারই দাবি, তারা UFO দেখেছেন। মোট ৬টি উইএফও-র দেখা মিলেছে বলে দাবি। কয়েকজন তো আবার এমনও দাবি করেছেন, ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকতের ধারেকাছে কোনও জায়গায় UFO অবতরণ করেছে। যদিও সে সবের কোনও ভিত্তি নেই সেটা পরিষ্কার।
দেখুন খবরটি
🚨#BREAKING: Numerous people reporting UFO sightings in the sky with reports of 6 flying Saucers zig zagging in the sky
⁰📌#Palmdale | #Californa ⁰⁰Currently, numerous people are reporting UFO sightings in the Palmdale and areas of California. Witnesses on Ring… pic.twitter.com/4UZzrELUgt
— R A W S A L E R T S (@rawsalerts) August 17, 2024
তবে সোশ্যাল মিডিয়ায় ক্যালিফোর্নিয়ার আকাশে যে উড়ন্ত বস্তুটির দেখা মিলছে, সেটা কেমন যেন স্টিফেন স্পিলবার্গের কালজয়ী সিনেমা 'ইটি' বা ঋত্বিক রোশনের 'কোই মিল গায়া'-র সঙ্গে মেলে। যতই হোক ইউএফও থাকুক বা না থাকুক মনটা তো চায় তেনারা আসুন।