নতুন দিল্লি, ১২ সেপ্টেম্বর: দেশজুড়ে করোনা (Coronavirus) সংকটের সময়কালেই একের পর এক ভুয়ো মেসেজ ঘুরছে সোশাল মিডিয়ায়। এবার ভারতীয় সেনাকে (Indian Army) নিয়ে শুরু ভুয়ো তথ্যের আদান-প্রদান। সম্প্রতি একটি টুইট ভাইরাল হয়েছে। সেই ভাইরাল টুইটে দাবি করা হয়েছে "চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের মধ্যেই ভারতীয় সেনার ৮০,০০০ সেনা অসুস্থতার জন্য ছুটির আবেদন করেছেন। ৪৫ বছরে এই প্রথমবার এত সংখ্যক সেনা ছুটির আবেদন করেছেন।"
এরপরই তদন্তে নামে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)। এই খবর সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেছে তারা। পিআইবি আজ জানিয়েছে, এই মেসেজটি পুরোপুরি ভিত্তিহীন। ভারত-চিন সংঘাতের মধ্যে সেনারা ছুটির আবেদন করেনি। আরও পড়ুন: 'Dead Body' Found on Roadside: 'মৃত' ব্যক্তি রাস্তায় জেগে উঠে বসল সোজা হয়ে!
Claim: A viral tweet is claiming that over 80,000 soldiers of #IndianArmy have applied for sick leaves, for the first time in 45 years, amid #IndiaChinaFaceOff. #PIBFactCheck: This claim is #Fake. @adgpi soldiers have not applied for sick leaves amid India-China standoff. pic.twitter.com/C9etNEis8y
— PIB Fact Check (@PIBFactCheck) September 12, 2020
করোনাভাইরাস সংক্রমণ, আর্থিক মন্দা, প্রাকৃতিক দুর্যোগ যতই বড় আকার নিচ্ছে ততই বাড়ছে ভুয়ো খবরের রমরমা (Fake News)। আর সেই সব ভুয়ো খবর ছড়াচ্ছে সোশাল মিডিয়ার মাধ্যমে। এই ধরনের মহামারী ও সঙ্কেটের সময় কিছু লোক সোশাল মিডিয়ায় ভুয়ো বার্তা ছড়িয়ে দিচ্ছেন, আর সেই সব বার্তা যাচাই না করে শেয়ার হচ্ছে।