নয়াদিল্লি: রহস্যজনক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি কেনিয়ার (পূর্ব আফ্রিকার একটি দেশ) সেন্ট থেরেসা এরেগি গার্লস হাই স্কুলের বেশ কিছু স্কুলছাত্রী। সে দেশের সংবাদ মাধ্যমে বলা হয়েছে, বেশিরভাগ শিক্ষার্থীর পা অবশ (Paralysed) হয়ে গিয়েছে এবং তারা হাঁটতে পারছে না। এই অদ্ভুত রোগের কারণে স্কুলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে রাখা হয়েছে।
স্কুলের একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে। পরিস্থিতিটি যত্ন সহকারে মূল্যায়ন করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বুধবার কাউন্টি শিক্ষা কর্মকর্তা বনফেস ওকোথ সাংবাদিকদের বলেছেন, ৯৫ জন শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেখুন
NEW 🚨 Several schoolgirls from St. Theresa's Eregi Girls High School in Kenya hospitalised over mysterious illness. Reports say most of the students' legs are paralysed and they are unable to walk.
— Insider Paper (@TheInsiderPaper) October 4, 2023
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্ত শিক্ষার্থীদের রক্তের নমুনা কেনিয়া মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট (কেইএমআরআই) ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে রোগের প্রকৃতি এবং উৎস নির্ধারণের জন্য।