মুকেশ আম্বানিকে নিয়ে ভুয়ো খবর (Photo Credits: Twitter screenshot)

মুম্বই, ৩ নভেম্বর: প্যানক্রিয়াটিক ক্যানসারে ভুগছেন রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানি? (Mukesh Ambani) ইতিমধ্যেই এই খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বহুল শেয়ার হওয়া টুইটে জানা গিয়েছে মুকেশ আম্বানির ৩০ কেজি ওজন কমেছে। এমনকী, এখন লন্ডনে তিনি লিভার প্রতিস্থাপনের মধ্যে দিয়ে যাচ্ছেন। সাধারণ জনগণ সেই টুইট মুড়ি মুড়কির মতো শেয়ার করে চলেছে। এবং বার বার জানতে চাইছে এই খবর সত্যি, না কি ভুয়ো? হোয়াটসঅ্যাপে ইতিমধ্যেই ছড়িয়েছে যে প্যানক্রিয়াটিক ক্যানসারে আক্রান্ত মুকেশ আম্বানির অস্ত্রোপচার হয়েছে নিউইয়র্কের সোলান কেটারিং হাসপাতালে। লন্ডনে তাঁর লিভার প্রতিস্থাপন হয়েছে। আরও পড়ুন-Soumitra Chatterjee Health Update: রক্তক্ষরণ বন্ধ হয়েছে, সম্পূর্ণ ভেন্টিলেশনে এখনও তন্দ্রাচ্ছন্ন সৌমিত্র

এদিকে এই খবর পেয়েই রিলায়েন্সের কর্পোরেট কমিউনিকেশন টিমের সঙ্গে যোগাযোগ করে লেটেস্টি মিডিয়া। সেখান থেকেই জানানো হয়, এই খবরটি ভুয়ো। এপরেই নেটিজেনদের কাছে আবাদেন রাখা হয় যে কোনওভাবেই ভুয়ো খবর ছড়িয়ে বাজারে আতঙ্ক তৈরি করবেন না। এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি সম্প্রতি তাঁর মোট সম্পত্তির মধ্যে ৭ বিলিয়ন মার্কিন ডলার হারিয়েছেন। গত সাত মাসের মধ্যে ধাপে ধাপে এই প্রথম তাঁর সংস্থার শেয়ার মূল্য এতটা পড়ে গেল। ২৩ মার্চের পর গতকাল সোমবার মুম্বইয়ের শেয়ার বাজারে দেশের অন্যতম নামী সংস্থার শেয়ার পড়ে গেল ৮.৬ শতাংশের কাছাকাছি। এর পরেই রিডারদের কাছে লেটেস্লির আবেদন, ভুয়ো খবরে বিশ্বাস করবেন না। তা সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর আগে একবার যাচাই করে নিন আদৌ সত্য কি না।