দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার এক শহরের মেয়রের অবাক কীর্তি। কালিমা মিউনিসিপালিটির মেয়র আর্টন আলফোনসো মেজিয়া এক নাইটক্লাবে গিয়ে নগ্ন হয়ে গেলেন। নাইট ক্লাবের বেঞ্চের ওপর উঠে প্যান্ট নামিয়ে নিজের যৌনাঙ্গ বের করে তার সামনে দাঁড়িয়ে থাকা একদল মহিলা দেখালেন শহরের মেয়র।
মেয়রের কীর্তি দেখে অবাক হয়ে তাঁকে ঢাকতে এগিয়ে আসেন তাঁর অনুগামী, নিরাপত্তারক্ষীরা। তবে সেই নাইট ক্লাবে উপস্থিত এক ব্যক্তি পুরো ঘটনার ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। কলম্বিয়ায় এখন চলছে ক্যাথলিকদের পবিত্র সপ্তাহ। এমন সময় শহরের মেয়রের এমন দায়িত্বজ্ঞানহীন কাণ্ডে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। এই মেয়রকে পদ থেক সরাতে দলের মধ্যেই দাবি উঠেছে। আরও পড়ুন-ভোটমুখি বেঙ্গালুরতে অটো থেকে উদ্ধার কোটি টাকা
দেখুন ভিডিয়ো
#Regiones 🚨 Hay polémica en #Calima- #ElDarién, luego de que se viralizara un video del alcalde, Martín Alfonso Mejía, bailando borracho y semidesnudo en una discoteca de dicha localidad. HILO ⬇️ pic.twitter.com/1HxrFYPktU
— RCN Radio Cali (@RCN980cali) April 10, 2023
মেয়র মেজিয়ার দাবি তাঁকে জোর করে নাচতে বাধ্য করেন নাইটক্লাবের মালিক। তিনি সেই সময় হুঁশে ছিলেন না বুঝতে পেরেই তাঁকে এভাবে নাচিয়ে তার ভিডিয়ো করে তার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্যই এমনটা করা হয়েছে। এর আগে মেজিয়া বিতর্কিত বেশ কিছু কাজ করেছিলেন। নাইটক্লাবের মালিকের পাল্টা অভিযোগ মেয়র মাজিয়া নিজের ইচ্ছা জোর করে নিজের ক্ষমতা এমন নোংরা কাজ করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।