পাটনা, ১৫ ফেব্রুয়ারি: ভালবাসা মরিয়াও মরে না। তারই প্রমাণ প্রতিদিন দিয়ে চলেছেন বিহারের পূর্ণিয়ার বাসিন্দা ভোলানাথ অলোক। ৩২ বছর আগে গত হয়েছেন স্ত্রী পদ্মরানি। কিন্তু তারপরে এমন একটি দিন কাটেনি, যেদিন প্রিয়তমা স্ত্রীকে স্মরণ করে তাঁর চিতাভস্মে (Ashes Urn) গোলাপ দেননি , প্রার্থনা করেননি ভোলানাথ অলোক। বাড়ির চৌহদ্দিতে থাকা একটি আমগাছে বাঁধা আছে সেই চিতাভস্মের কলস। সেখানেই নিত্য গোলাপ চড়ান তিনি। চলে প্রার্থনাও। ইতিমধ্যে ভোলানাথবাবুর স্ত্রীর প্রতি এই চিরন্তনী ভালবাসা দেখে তানিয়ে বই লিখে ফেলেছেন পূর্ণিয়ার সাহিত্যিক রাম নরেশ ভক্ত। আরও পড়ুন- Viral Video: অল্লু অর্জুনের 'শ্রীভাল্লি'-র তালে নাচছেন অনুপম খেরের মা, ভাইরাল ভিডিও
সেই বইতে রাম নরেশ ভক্ত লিখেছেন, ভোলানাথ অলোক হলেন চিরন্তন ভালবাসার অন্যতম নিদর্শন, যা আজকাল দেখতেই পাওয়া যায় না। পদ্মরানির জীবিতাবস্থাতে তাঁর কোনও ইচ্ছে অপূর্ণ রাখেননি ভলোনাথ অলোক। চলে যাওয়ার পরেও তাই মৃত স্ত্রীর প্রতি শ্রদ্ধা ভালোবাসায় তাই কোনও বিঘ্ন ঘটেনি। পরিবারের লোকজদের কাছে একটি অনুরোধও করেছেন। তিনি মারা গেলে মরদেহের উপরে স্ত্রীর চিতাভস্ম রেখেই যেন তাঁর সৎকার করা হয়। এমন ঘটনা সত্যিই বিরল।