রিলসের (Reels) নেশায় বুঁদ বর্তমান প্রজন্ম। রিলস বানাতে গিয়ে প্রাণের ঝুঁকি নিতেও পিছপা হয় না অনেকেই। আর এবার এমনই এক কাণ্ড ভাইরাল (Viral) হল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, রেল লাইনের পাশ থেকে হেঁটে যাচ্ছেন এক তরুণ। রেক লাইন ধরে ছুটে আসছে ট্রেন। আচমকাই ট্রেনের ধাক্কায় ছিটকে গেলেন তরুণ। মাথায় আঘাত পেয়েও দিব্যি উঠে দাঁড়িয়ে পড়লেন তিনি। ‘পরভেজ শাহ’ নামক একটি অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডেলে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। অবশ্য ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। রিল বানাতে গিয়ে পরে ওই তরুণের কী অবস্থা হয়েছে তাও যদিও জানা যায়নি।
রিলস মানাতে গিয়ে জুটল ট্রেনের ধাক্কা, ভাইরাল ভিডিয়ো
তবে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তীব্র কটাক্ষের শিকার হয়েছেন ওই তরুণ। প্রাণের ঝুঁকি নিয়ে তাঁর এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দে করেছে নেটিজেনদের একাংশ। কেন েএই ধরনের ঘটনার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করে না রেল কর্তৃপক্ষ? তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ। কেউ আবার বলেছেন, "রেল লাইনের ধারে কেন পুলিশ মোতায়েন থাকে না? " আবার কোনও নেটিজেন বর্তমান প্রজন্মের রিলসের প্রতি আসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
রিল বানাতে গিয়ে ট্রেনের ধাক্কা, ছিটকে গিয়ে পাথরের মধ্যে পড়লেন যুবক
रिल बना रहा था लेने के देने पड़ गए
बच गया नहीं तो जान चली जाती pic.twitter.com/48CUOYlQAv
— parvej shah (@parvejshah14798) May 31, 2025