TMC Leader Maldah( Photo Credits: Anandabazar Online)

মালদহ, ৭ ডিসেম্বর: বিতর্ক যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের  (Mamata Banerjee) পিছু ছাড়ছে না। মু্ম্বইতে গিয়ে বাংলার ক্যানসার আক্রান্তদের পরিবারের থাকার জন্য বঙ্গভবন করতে চেয়েছেন তিনি। এজন্য় মহারাষ্ট্র সরকারের কাছে জমিও চেয়েছেন। এনিয়ে যখন বিতর্ক ধীরে ধীরে কমে আসছে। তখন নয়া বিতর্কের সূত্রপাত হল মালদহে। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে মালদহ তৃণমূলের জেলাসভাপতি মৃণালিনী  মণ্ডল মাইতির হাতে পিস্তল নিয়ে সেলফি তুলছেন। সেই ছবি ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে গতকাল মালদহ সফরে গেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাত পোহাতে না পোহাতেই এমন বিতর্কিত ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়ায় বেশ বিড়ম্বনার মুখে দল। আরও পড়ুন-Vaccine Scam In Bihar: বিহারের স্বাস্থ্যকেন্দ্রের টিকা প্রাপকের তালিকায় প্রিয়ঙ্কা চোপড়া, মোদি, শাহ, সনিয়া! ব্যাপারটা কী?

আনন্দবাজার অনলাইন সূত্রের খবর,  যদিও ছবি ভাইরাল হওয়ার পর থেকে কোনওভাবেই মৃণালিনী মণ্ডল মাইতির সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাই তাঁর প্রতিক্রিয়াও মেলেনি। এদিকে এই ছবির সত্যতা যাচাই করেনি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম। গোটা বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হতেই মালদহ জেলার বিজেপি সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, ‘‘১১ বছরে গোটা রাজ্যের পাশাপাশি মালদহকেও বারুদের স্তূপে দাঁড় করিয়েছে শাসকদল। ওদের অফিসে এটাই সংস্কৃতি। পিস্তল আছে। খুঁজলে বোমাও পাওয়া যাবে। একে ৪৭-ও পাওয়া যেতে পারে।’’

তবে এহেন বিতর্কিত ঘটনার সমর্থন করছে না  তৃণমূলের রাজ্যনেতৃত্বও। এই প্রসঙ্গে রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, ‘‘সরকারি চেয়ারে বসে এই ধরনের কাজ বাঞ্ছনীয় নয়। আগ্নেয়াস্ত্রটি খেলনা না আসল সেটা পুলিশ অনুসন্ধান করে বলবে। তবে, আমি যেটা ছবিতে দেখলাম তাতে মনে হচ্ছে এটা আসল আগ্নেয়াস্ত্র।’’