Lover in UP: ও শুধু আমার, বিয়ে করতে এলে খুন করে ফেলে দেবো, প্রাক্তন প্রেমিকার বিয়েতে পোস্টার ফেলে হুমকি
প্রতীকী ছবি

ক্যারিশ্মা শুধু আমার, কারও হতে দেবো না। ওকে বিয়ে করতে এসো না, এলে পাত্রকে খুন করে রেখো দেবো।" প্রাক্তন প্রেমিকার বিয়ে রুখতে গলিতে গলিতে এমন কথা লিখে পোস্টার দিল প্রেমিক। এমনকী বিয়ে করতে এলে পাত্রকে খুন করে দেহ লোপাট করার হুমকি দিয়েও পোস্টার দিল প্রাক্তন প্রেমিক। ঘটনা উত্তরপ্রদেশের হাপুরে।

পুলিশ জানায়, এলাকায় এক মেয়ের বিয়ের আগে এই রকম পোস্টার নজরে এসেছে। পোস্টারে হিন্দিতে লেখা আছে, "ক্যারিশ্মা স্রেফ মেরি হ্যায়, বারাত লেকে মত আনা, দুল্হা জিন্দা নেহি বাঁচেগা। ("Karishma meri hai! Baraat lekar mat aana nahi toh tu jinda nahi bachega)"  কে এমন কাজ করল তা খোঁজ নিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ছেলেটির দাবি, বিয়ের পিঁড়িতে বসতে চলা মেয়েটির সঙ্গে তার প্রেম ছিল। আরও পড়ুন-ঝগড়ার জেরে মদ্যপ স্বামীর মুখে অ্যাসিড ছুঁড়ল স্ত্রী, দেখুন ভয়ানক ভিডিয়ো

দেখুন সেই পোস্টারের ছবি

"करिश्मा मेरी है, बारात लेकर मत आना, दूल्हा जिंदा नहीं बचेगा"

কিন্তু সে তাকে ভুল বুঝে অন্য ছেলেকে বিয়ে করছে। এই বিয়ে সে কিছুতেই হতে দেবে না। মেয়েটির বাড়ির লোকেরা এমন সম্পর্কের কথা অস্বীকার করেছে।