ফাইল ফটো (Photo Credits: Pixabay)

কৌতূহল মাঝে মাঝে বড় বিপদ ডেকে আনে। কথাটা এবার হাড়ে হাড়ে টের পেলেন বাঘ মামা। এদিন মহারাষ্ট্রের ধুলে জেলার এক গ্রামে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। গোয়াল ঘরের মত এক জায়গায় পুরুষ চিতা বাঘটি লোকচক্ষুর আড়ালে আশ্রয় নেয়। 'তুমি যে ঘরে কেতা জানত'-র মত ঢঙে সে দাপাতে শুরু করে। তারপর সেখানে একটি হাঁড়ি পড়ে থাকতে দেখে কৌতূহলবশত চিতাটি তার ভিতর মুখ ঢোকায়। ব্যস, তাতেই বিপত্তি।

হাঁড়িটা তার মাথায় এমনভাবে আটকে যায়, যা কিছুতেই খুলছিল না। সে যত ছটফট করতে থাকে, হাঁড়িটা ততই আরও চেপে বসতে থাকতে তার মুখে।

দেখুন ভিডিয়ো

চিতাটির মাথার ভিতর দিয়ে পুরো মুখে ঢেকে সেই হাঁড়িটা ঢুকে তা কিছুতেই বের হতে চায় না। ঘটনাটা দেখে গ্রামবাসীরা খবর দেন বন দফতরে। মুখে হাঁড়িবন্দি হয়ে চিতাটি শুরুতে ছটফট করতে থাকে। এরপর ৫ ঘণ্টা পর চিতাবাঘের মাথা থেকে হাঁড়িটি খুলে নেওয়া সম্ভব হয়। সে এখন সুস্থ আছে। আবার তাকে জঙ্গলে ছাড়া হবে। ২০২২ সালের শেষ গণনা অনুযায়ী ভারতে এখন মোট ১৩ হাজার ৮৭৪টি চিতা আছে।