Shocking Bank Balance: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এখন গ্রেটার নয়ডায়। ইলন মাস্ক, জেফ বেজোস, বিল গেটসদের অনেকটা পিছনে ফেলে গ্রেটার নয়ডার ২০ বছরের তরুণ এখন দুনিয়ার ধনীতম ব্যক্তি। গোটা দুনিয়ার দেশগুলির সম্মিলিত জিডিপি-র সে বেশি ধনী। কিন্তু কীভাবে? তাহলে খবরটা পুরোটা পড়ুন। গ্রেটার নয়ডার বাসিন্দা ২০ বছরের এক তরুণ তার কোটাক মাহিন্দ্রা ব্য়াঙ্কের অ্যাকাউন্টের অ্যাপে ব্যালান্স চেক করে তাজ্জব বনে যান। SMS-এর পর অ্যাপ চেক করে তিনি নিশ্চিত হন, তার অ্যাকাউন্টে ১০০ কোটি ১৩ লক্ষ ৫৫ হাজার কোটি টাকা জমা পড়েছে।
বেশ কিছুক্ষণ পর আয়কর দফতর তার অ্যাকাউন্ট ফ্রিজ করে। প্রাথমিক খবর, বিদেশের কোনও অ্যাকাউন্ট থেকে এই টাকা ওই তরুণীর কোটাক মাহিন্দ্রার অ্যাকাউন্টে জমা করেছে। অবাক করা কথা হল, গোটা দুনিয়ার মিলিত জিডিপির থেকেও তখন গ্রেটার নয়ডার সেই তরুণের অ্যাকাউন্টে বেশি টাকা ব্যালেন্স শো করছে।
দেখুন ভিডিও
20-year-old in Greater Noida stunned as ₹10,01,35,60,00,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299 appears in his Kotak Bank account!
Income Tax Dept steps in, account frozen. pic.twitter.com/lNDNLc2pqC
— Greater Noida West (@GreaterNoidaW) August 5, 2025
সেই তরুণের সেভিংস অ্যাকাউন্টের ব্য়ালেন্স: 10,01,35,60,00,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299। পুরো ঘটনা ব্যাঙ্কের কোনও টেকনিক্যাল সমস্য়া বলে মনে করা হচ্ছে। এই সন্দেহজনক টাকা পাঠানোর পর লেনদের তদন্তে নেমেছে আয়কর বিভাগ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি কোনো টেকনিক্যাল গ্লিচ বা ব্যাঙ্কিং সফটওয়্যারের সমস্যার ফল। তবে টাকা আসার উৎস নিয়ে সন্দেহ থাকায় পুরো ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, এটি আন্তর্জাতিক ট্রান্সফার সংক্রান্ত একটি ভুল এন্ট্রি হতে পারে। তবে যতক্ষণ না তদন্ত সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তরুণের অ্যাকাউন্ট ফ্রিজ থাকবে। তরুণ জানিয়েছেন, তিনি কোনও আন্তর্জাতিক লেনদেনে জড়িত নন এবং এই বিপুল অর্থ কোথা থেকে এসেছে, তা তাঁর জানা নেই।