বিখাপত্তনাম, ২০ জুলাই: ভাইজাগের এক মন্দিরের (Vizag temple) ঠাকুর নাকি এত জাগ্রত, মানুষের সব ইচ্ছা পূরণ হচ্ছে। অন্ধ্রপ্রদেশের বিশাপত্তনামের বন্দর শহর ভাইজাগের ক দিন আগে তিরুপতি মন্দিরে এক কোটি টাকার সোনার তরোয়াল দান করেছিলেন হায়দ্রবাদের এক ব্যবসায়ী। তিনিই এবার ঘোষণা করলেন, তার আরও একটা মনের ইচ্ছা পূরণ হওয়ায় ভগবানের জন্য ভাইজাগের রাজশ্যামলা মন্দিরে (Rajasyamala temple) সব সিঁড়ি রুপোর তৈরি করে দেবেন।
মন্দিরের সিঁড়ি ভেঙে যাওয়ায় পুরোহিতদের কষ্ট দেখেই জি সুরেশ কুমার রেড্ডি নামের ওই ধনকুবের ব্যবসায়ী এই ঘোষণা করেন।
সুরেশ বলছেন, "ওই মন্দিরের ঠাকুর খুবই জাগ্রত। আমি যা চেয়েছি ঠাকুর সব দিচ্ছেন। তাই ঠাকুরে মন্দির তৈরিতে যে ২৮ কেজি মত রুপো লাগবে, তা আমি দেবো।" এর আগে তিনি এই মন্দিরে ২ কেজি সোনার তরবারি, ৩ কেজি রুপোর গয়নাও দিয়েছিলেন।