এবার ব্যস্ত রাস্তায় নিত্যযাত্রীর চিন্তা দূর করতে আসছে বাদ্যযন্ত্রের আওয়াজ। হ্যাঁ ঠিকই শুনছেন। যখন আপনমনে রাস্তায় চলবেন তখন কিন্তু বেশি করে সতর্ক থাকতে হবে। তবলার শব্দে আপনি হয়তো মোহিত হয়ে পথ চলছেন, আচমকাই ধাক্কা খেয়ে পড়ে গেলেন। ট্যাক্সিচালক কটূক্তি ছুঁড়ে বেড়িয়ে গেল। এমনটা হওয়ার আগে সতর্ক হোন।কারণ গাড়ির হর্নের বদলে পথচারীরা খুব শিগগির শুনতে পাবেন, তবলার তাল বা হারমোনিয়ামের সুর। কেন্দ্র এনিয়ে আইন আনছে। গত রবিবার ৩ অক্টোবর নাসিকের এক সভামঞ্চে এই ঘোষণা করেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি (Nitin Gadkari)। আরও পড়ুন-PM Narendra Modi Visits Azadi@75-New Urban India: আরবান ল্যান্ডস্কেপ এক্সপো দর্শনে লখনউতে প্রধানমন্ত্রী (দেখুন ছবি)
নীতিন গডকরির বক্তব্য
We're thinking of bringing a law under which use of sound of Indian musical instruments like harmonium, tabla,etc as a horn for vehicles will be compulsory. Sirens of ambulances&police vehicles will also be replaced with soothing sounds: Union Min Nitin Gadkari in Nashik on Oct 3 pic.twitter.com/FbVY1t4WpC
— ANI (@ANI) October 5, 2021
এদিন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, গাড়ির হর্নের বদলে রাস্তায় বেড়িয়ে পথচারী শুনুক তবলার তাল বা হারমোনিয়ামের সুর। খুব শিগগির এই সম্পর্কিত আইন আসতে চলেছে। তখন হর্ন নয়, গাড়িচালক পথচারীকে সতর্ক করবেন তবলার তাল বাজিয়ে। একইভাবে পুলিশের গাড়ির সাইরেন বা অ্যাম্বুল্যান্সের সাইরেন হবে অনেকবেশি সুমধুর।