সরকারি অফিসের মধ্যে চেয়ার-টেবিলে বসে মাথায় হেলমেট (helmets) করে কাজ করছেন সরকারি কর্মীরা (Govt employees)। যদিও তাঁদের কাছে কাজ করাতে যাঁরা এসেছেন তাঁদের মাথা ফাঁকাই ছিল। অদ্ভুত এই ঘটনাটির কারণ হল, সরকারি অফিসটির হাল। সেটির এমন অবস্থা হয়েছে যে তার সিলিং থেকে প্লাস্টার খসে খসে কর্মীদের মাথায় পড়ছে। তাই পেটের জন্য কাজ করতে এসে মাথা যাতে কোনওভাবে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য নিজেদের ব্যবস্থা নিজেরাই করেছেন ওই অফিসে কর্মরত কর্মীরা।

তেলাঙ্গানার (Telangana) জাগটিয়াল (Jagtial) জেলার বীরপুর মণ্ডলের (Beerpur mandal) একটি এমপিডিও অফিস (MPDO office) ঘটা ওই ঘটনার ভিডিয়ো (video) সোশ্যাল মিডিয়াতে (Social media) পোস্ট হতেই হাসির রোল উঠেছে নেটিজেনদের মধ্যে। অনেকে আবার ওই কর্মীদের দুরবস্থার জন্য সহানুভূতিও জানিয়েছেন। আরও পড়ুন: El Nino & La Nina: উত্তর ও মধ্য ভারতে বর্ষাকে শক্তিশালী করেছে এল নিনো ও লা নিনো, জানাচ্ছেন পুনের বিজ্ঞানীরা

দেখুন ভিডিয়ো: