আমরা আজ প্রয়োজনে এমনকী, ফ্যাশনের কারণেও চোখে পরে থাকি কনট্যাক্ট লেন্স। সেই কনট্যাক্ট লেন্সের আবিষ্কর্তার নাম জানেন। তিনি হলেন প্রখ্যাত চেক কেমিস্ট অটো উইটারলে। আজ তাঁর ১০৮-তম জন্ম জয়ন্তী উপলক্ষে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল অর্থপূর্ণ ডুডল প্রকাশ্যে আনল। সমগ্র বিশ্বের ১৪০ মিলিযন মানুষের চোখে আজ কনট্যাক্ট লেন্স। যার কৃতিত্ব শুধু অটো উইটারলে-র পাওনা। আধুনিক সফট কনট্যাক্ট লেন্স আবিষ্কর্তা অটো উইটারলে-র জন্ম ১৯১৩-র ২৭ অক্টোবর। গুগলের ডুডলটিতে দেখা যাচ্ছে কনট্যাক্ট লেন্স পরার চেস্টা করছেন অটো উইটারলে (Otto Wichterle)। আরও পড়ুন- AY 4.2 COVID-19 Variant in India: তৃতীয় ঢেউয়ের হাতছানির মাঝেই করোনার নয়া প্রজাতি, কর্ণাটকে শোরগোল
শুধু এখানেই অটো উইটারলে-র কৃতিত্বের শেষ নয়। ১৯৯৩ সালে চেক রিপাবলিক গঠিত হলে অ্যাকাডেমির প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন অটো উইটারলে।