AY 4.2 COVID-19 Variant in India: তৃতীয় ঢেউয়ের হাতছানির মাঝেই করোনার নয়া প্রজাতি, কর্ণাটকে শোরগোল
Coronavirus In India(Photo Credits: PTI)

বেঙ্গালুরু, ২৭ অক্টোবর:  করোনার নতুন প্রজাতি AY 4.2-র সন্ধান মিলেছে কর্ণাটকে। তবে এনিযে জনগণকে এখনই আতঙ্কিত হতে নিষেধ করছেন  করণাটকের স্বাস্থ্য কমিশনার ডি রণদীপ। তিনি জানান, ইতিমধ্যেই নতুন প্রজাতি সম্পর্কে বিশদে আলোচনা সেরেছে প্রযুক্তি উপদেষ্টা কমিটি। AY 4.2-তে আক্রান্তের সংখ্যা আনেক কম। করোনার নতুন প্রজাতির তাবায় সবচেয়ে বেশি সংক্রামিত ইংল্যান্ডে রয়েছে। এরপরেই রাশিয়া ও ইজরায়েল। তবে কর্ণাটক ও বেঙ্গালুরুতে AY 4.2 প্রজাতির সংক্রমণ অনেকটাই কম। দ্বিতীয় ঢেউয়ের সময় ডেল্টা ভ্যারিয়েন্ট খুব শক্তিশালী ছিল। তবে এখন AY 4.2 প্রজাতি নিয়ে কোনও ভয় নেই। নতুন AY 4.2 নিয়ে ইতিমধ্যেই তদন্ত চলছে। আরও তদন্তের প্রয়োজন রয়েছে। তবে এখনই বলা যাচ্ছে না যে, এই নতুন AY 4.2 প্রজাতি ডেল্টার থেকে দ্রুত গতিতে সংক্রমণ ছড়ায় কি না। আরও পড়ুন-Coronavirus Cases In India: ২৪২দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস, দেশে কমছে কোভিড রোগী

নয়া প্রজাতির আগমনে এখনও দেশের কোথাও কনটেনমেন্ট জোন তৈরি করতে হয়নি। এবং নতুন প্রজাতি যে ভারতে তৃতীয় ঢেউ বয়ে এনেছে, এমন কোনও তথ্য এখনও পর্যন্ত নেই। যদি এই AY 4.2 প্রজাতির আক্রান্তের সংখ্যা বাড়ে , তাহলে সংক্রমণ প্রতিহত করতে জিনোমিক সিকোয়েন্সিং বাড়ানো হবে। সমস্তরকম ভাবে সুরক্ষা বলয় প্রস্তুত রাখা হয়েছে। করোনার লকডাউন সম্পর্কিত গাইডলাইন,  কনটেনমেন্ট জোন, টেস্ট বাড়ানো। বেঙ্গালুরুতে তিনজনের শরীরে নতুন প্রজাতির ভাইরাসের উপস্থিতি মিলেছে। তিনজনই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে গেছেন। এরপর তাঁরা যাঁদের সংস্পর্শে এসেছিলেন সেই প্রাইমারি ও সেকেন্ডারি কনট্যাক্টসদের টেস্ট করানো হয়েছে। কোনওরকম সংক্রমণের প্রমাণ মেলেনি। এর থেকেই বোঝা যাচ্ছে, AY 4.2 প্রজাতির সংক্রমণ শৃঙ্খল তৈরি হয়নি।