Coronavirus (Photo Credits: IANS)

কলকাতা, ২৭ আক্টোবর: করোনার তারণা যেন  দেশকে পিছু ছাড়ছে না। মঙ্গলবার সারাদিনে দেশে কোভিডে আক্রান্ত  (Coronavirus Cases In India) হলেন  ১৩ হাজার ৪৫১ জন। ওই একই দিনে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ১৪ হাজার ২১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি, ৫৮৫ জন। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযাযী দেশে সবমিলিয়ে মোট কোভিড রোগীর সংখ্যা ৩ কোটি ৪২ লাখ ১৫ হাজর ৬৫৩ জন। করোনার গেরোয় প্রাণ খুইয়েছেন ৪ লাখ ৫৫ হাজার ৬৫৩ জন। এখনও পর্যন্ত  ৩ কোটি ৩৫ লাখ ৯৭ হাজার ৩৩৯ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। আরও পড়ুন- Petrol & Diesel Price Today: কলকাতায় পেট্রোল ছাড়াল ১০৮ টাকা, এক ঝলকে দেশের মেট্রো শহরের পেট্রোপণ্যের মূল্য

করোনার দৈনিক পরিসংখ্যান

এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেস ১ লাখ ৬২ হাজার ৬৬১ টি। গত ২৪২ দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস আজকের হিসেব। ডেল্টা ভ্যারিয়েন্ট হানা দিয়েছে কর্ণাটকে, ১০০.৪ কেটি টিকাকরণ হয়ে গেলেও দুটি ডোজ নেওয়া বহু লোক কোভিডে আক্রান্ত। অনেকে মারাও গেছেন। এই পরিসংখ্যান টিকার প্রতি বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। কলাতায পুজোর পরেই বেড়েছে সংক্রমণ। রাজপুর সোনারপুরে মাত্রাহীনভাবে কোভিড রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সেখানে কনটেনমেন্ট জোন চালু করেছে প্রশাসন।