কলকাতা, ২৭ অক্টোবর: মধ্যবিত্তের পকেটে বিপর্যয় ঘটে চলেছে নিরন্তর। হু হু করে বাড়ছে পেট্রোপণ্যের মূল্য (Petrol Price) পুজোর মরশুমে কোনওরকম নিস্তার মেলেনি। বুধবার সকালে কলকাতায় পেট্রোল বিকোচ্ছে লিটার প্রতি ১০ ৮টাকা ৪৫ পয়সায়। আর ডিজেল কিনতে হলে আপনাকে এক লিটারের জন্য গুনতে হবে ৯৯ টাকা ৭৮ পয়সা। এদিন দিল্লিতে এক লিটার পেট্রোল ১০৭ টাকা ৯৪ পযসা। আর লিটার প্রতি ডিজেল বিকোচ্ছে ৯৬ টাকা ৬৭ পয়সায়। আরও পড়ুন- Petrol Would Cost Rs 10 Per Litre : ‘অদূর ভবিষ্যতে ১০ টাকা লিটারে বিকোবে পেট্রোল’, কী বললেন বিজেপি নেতা?
আজকের পেট্রোপণ্যের মূল্য
Price of petrol & diesel in #Delhi is at Rs 107.94 per litre & Rs 96.67 per litre respectively today.
Petrol & diesel prices per litre-Rs 113.80 & Rs 104.75 in #Mumbai, Rs 108.45 & Rs 99.78 in #Kolkata; Rs 104.83 & Rs 100.92 in #Chennai respectively
(File pic) pic.twitter.com/1sAjqPVQqr
— ANI (@ANI) October 27, 2021
অন্যদিকে ১১৩ টাকা ৪০ পয়সা খরচ করলে মুম্বইতে পাবেন এক লিটার পেট্রোল। আর ডিজেলের মূল্য ১০৪ টাকা ৭৫ পয়সা। চেন্নাইতে লিটার প্রতি ডিজেল বিকোচ্ছে ১০০ টাকা ৯২ পয়সায়। আর পেট্রোল ১০৪ টাকা ৪৩ পয়সা। রান্নার গ্যাসের দামও বাড়ছে প্রতিনিয়ত। রাজ বাসী দ্রব্যমূল্য বৃদ্ধির ঘায়ে ঘায়েল। অন্যদিকে গতকালই গোয়ার বিজেপির সাধারণ সম্পাদক দামু নাযেক এক সাংবাদিক সম্মেলনে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নয়ে বলেন, “পেট্রোল খরচ সাপেক্ষ, কারণ ভারতকে তা বিদেশ থেকে আমদানি করতে হয়। এদিকে টম্যাটোর মতো সবজির কথাই ধরুন, এখানেই চাষ হয়। প্রচুর পরিমানে উৎপন্ন হলে কোনও সময় বিনামূল্যেও বিতরণ করা হয়। যে হারে।পেট্রোলের মূল্য প্রতিদিন বেড়ে চলেছে, তাতে সমস্যাটা বেশ ভাল বুঝতে পারছি। তবে বেশি চিন্তা করবেন না, আগামীতে লিটার প্রতি পেট্রোল পেতে চলেছেন ১০ অথবা ২০ টাকায়।”