Petrol-Diesel Price (Representational Image | (Photo Credits: PTI)

পানাজি, ২৬ অক্টোবর:   কেন্দ্রের মোদি সরকার সবুজ শক্তিকে যেভাবে দ্রুত গতিতে এগিয়ে রাখার চেষ্টা করছে তাতে অদূর ভবিষ্যতে লিটার প্রতি পেট্রোলের মূল্য হবে ১০ টাকা। মঙ্গলবার পানাজিতে এক সাংবাদিক সম্মেলনে একথা বললেন গোয়া বিজেপির সাধারণ সম্পাদক দামু নায়েক। তিনি বলেন,” পেট্রোল খরচ সাপেক্ষ, কারণ ভারতকে তা বিদেশ থেকে আমদানি করতে হয়। এদিকে টম্যাটোর মতো সবজির কথাই ধরুন, এখানেই চাষ হয়। প্রচুর পরিমানে উৎপন্ন হলে কোনও সময় বিনামূল্যেও বিতরণ করা হয়। যে হারে পেট্রোলের মূল্য প্রতিদিন বেড়ে চলেছে, তাতে সমস্যাটা বেশ ভাল বুঝতে পারছি। তবে বেশি চিন্তা করবেন না, আগামীতে  লিটার প্রতি পেট্রোল পেতে চলেছেন ১০ অথবা ২০ টাকায়।” আরও পড়ুন- Diwali 2021 Calendar With Dates in India: আসন্ন আলোর উৎসবে কবে কালীপুজো, ধনতেরাস, ভূত চতুর্দশী, ভাতৃদ্বিতীয়া, দেখে নিন এক ঝলকে

এদিকে গোয়াতে এক লিটার পেট্রোল কিনতে হলে ১০৪ টাকা খরচ করতে হচ্ছে। এই প্রসঙ্গে দামু নায়েকের মন্তব্য, “ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন সবুজ শক্তি ও সৌরশক্তির উপরে জোর দিচ্ছেন? বিষয়টি নিয়ে আপনাদের চিন্তা ভাবনা করা প্রয়োজন রয়েছে।  কয়লাকে সরিয়ে সৌরশক্তিকে সামনে আনতে চাইছেন প্রধানমন্ত্রী। আমরা পেট্রোল তৈরি করি না। ভাইরে থেকে মোটা টাকার বিনিময়ে দেশে এই জ্বালানি তেল আমদানি করা হয়। এখানে টম্যাটো ফলে, বেশি ফলন হলে বিনামূল্যে বিতরণ করা হয়। তবে পেট্রোলের ক্ষেত্রে তা সম্ভব নয়।”