Baba Vanga: এই প্রজন্মের বাবা ভাঙ্গা হান্না ক্যারোলের ভবিষ্যতবাণী ফলতে শুরু করেছে! জল্পনা
Baba Vanga, Hannah Carroll (Photo Credit: Twitter)

বাবা ভাঙ্গার (Baba Vanga) নয়া রূপ প্রকাশ্যে! এমন প্রশ্নই উঠতে শুরু করেছে নেটিজেনদের মধ্যে শোরগোল শুরু হয়েছে। বছর ১৯-এর হান্না ক্যারোলকে সেই জন্য অনেকে এই প্রজন্মের বাবা ভাঙ্গা বলে ডাকতে শুরু করেছেন। ২০২২ সালে কী কী হতে পারে, সে বিষয়ে ক্যারোল হান্না একটি বড় তালিকা প্রকাশ করেন। যেখানে রানি এলিজাবেথ থেকে শুরু করে কিম কারদাশিয়ান, কোর্টনি কারদাশিয়ানদের নাম উঠে আসে। ২০২২ সালে কী কী হতে পারে, সে বিষয়ে ক্যারোল যে তালিকা দেন, তার মধ্যে বেশ কয়েকটির বাস্তব রূপ দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে। ফলে ক্যারোল হান্নাকে নিয়ে ফের জোর জল্পনা শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফক্সবোরোর বাসিন্দা ক্যারোল কী কী ভবিষ্যতবাণী করেন ২০২২ সালের জন্য দেখুন...

রানি এলিজাবেথের মৃত্যু হতে পারে

বাগদান বা বিয়ের ঘোষণা করতে পারেন টেলর সুইফ্ট

জাস্টিন বিবারের স্ত্রী হেলি বিবারের সন্তান

কেন্ডাল জেনারের বাগদান

কোর্টনি কারদাশিয়ান এবং টেভিস স্কটের বিচ্ছেদ না হলে সন্তান

এবার কোনও সমকামী ডিজনি প্রিন্সেস হতে পারেন

কাইলি জেনারের সন্তানলাভ 

নিকি মিনাজের আরও সন্তানলাভ

খোলে কারদাশিয়ান, ল্যামার ফের নিজেদের জীবন শুরু করবেন নতুন করে

একটু লক্ষ্য করলে বোঝা যাবে, হান্না ক্যারোল যে ভবিষ্যতবাণী করেছছেন, তারমধ্যে কারদাশিয়ান পরিবারের জন্য রয়েছে একাধিক বার্তা। মার্কিন মুলুকের এই তারকাখচিত পরিবারের প্রতি যে হান্না ক্যারোলের মন বিশেষ জায়গা রয়েছে, তা বেশ স্পষ্ট এই ভবিষ্যতবাণী থেকে।

এখন দেখার বুলগেরিয়ান সাধু বাবা ভাঙ্গার মত ক্যারোলের ভবিষ্যতবাণী কতটা সত্যির রূপ নেয়।