Viral: মাস্ক দিয়ে ফলের সাফাই ফল বিক্রেতার, মহামারীর মধ্যে ভাইরাল উদ্বেগজনক ভিডিও
এই সেই ছবি (Photo Credits: Video grab)

দুর্ভাগ্যবশত দেশের করোনাভাইরাসের সংক্রমণ হু হু করে বেড়ে চলেছে। এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় করোনা বিধ্বস্ত দেশ ভারত। সামনে এখন শুধুমাত্র আমেরিকা। এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই এক ফল বিক্রেতার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে নিজের মাস্ক দিয়েই ফল মুছছেন ওই বিক্রেতা। নিজে মাস্ক না পরে সেটি দিয়েই ফল পরিষ্কার করতে দেখা যায় ওই যুবককে। সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে এমন একটি ভিডিও ভাইরাল (viral) হওয়ায় উত্তেজনা বেড়েছে। ফল বিক্রেতা য়ে মাস্ক দিয়ে ফলগুলি মুছছেন, সেটি ব্যবহৃত কি না তা স্পষ্ট নয়। তবে তাঁর মুখে যে কোনও মাস্ক নেই তাতো দেখাই যাচ্ছে। সুতরাং ফল সাফাইয়ের ব্যবহার হওয়া মাস্ক যে বিক্রেতার নিদের তাতে কোনওরকম সন্দেহ নেই। আরও পড়ুন- Omar Abdullah: অক্টোবরের মধ্যেই শ্রীনগরের সরকারি আবাসন খালি করছেন, টুইটে জানালেন ওমর আবদুল্লা

মাস্কেই ফল মুছছে বিক্রেতা

হিমাংশু ভাকুনি নামের এক নেটিজেন নিজের টুইটার হ্যান্ডলে এই চাঞ্চল্যকর ভিডিও শেয়ার করেছেন। যদিও ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ঘটনাটি দিল্লির। তবে তার কোনও নির্ভরযোগ্য প্রমাণ নেই। তবে প্রধান উদ্বেগের বিষয় ফল বিক্রেতার কর্মকাণ্ড। যখন দেশে প্রতিদিন প্রায় লাখের কোটায় নতুন করোনা রোগীর সন্ধান মিলছে তখন সচেতনতার খাতিরেই প্রত্যেকের মাস্ক পরা উচিত। অন্তত যাঁরা প্রতিদিন বাড়ির বাইরে গিয়ে কাজ করচেন, অন্যদের সংস্পর্শে আসছেন, তাঁদের তো মাস্ক পরতেই হবে। ভিডিওতে দেখা যাচ্ছে ওই কিশোর প্রতিটি ফল মাস্কে মুছে এক এক করে সাজিয়ে রাখছে। মাস্কে মোছা ওই ফল হাতঘুরে বাড়ি আসছে এটা কল্পনা করলেই আতঙ্ক দানা বাঁধে। এমনিতেই বুধবার ভারতে করোনা সংক্রমণ (Coronavirus Cases In India) ৪৩ লাখের কোটা ছাড়িয়ে গেল। মঙ্গলবার সারাদিনে দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৭০৬ জন। একই সময়ে করোনার বলি ১ হাজার ১১৫ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, দেশে মোট করোনা রোগী ৪৩ লক্ষ ৭০ হাজার ১২৯ জন।