Fatima Sheikh Birth Anniversary: আজ ভারতের প্রথম মুসলিম মহিলা শিক্ষক ফাতিমা শেখের জন্মদিন, বিশেষ ডুডলে শ্রদ্ধা জানাল গুগল
Google Honours Feminist Icon, Educator Fatima Sheikh (Photo: Google)

নতুন দিল্লি, ৯ জানুয়ারি: আজ শিক্ষাবিদ এবং নারীবাদী ফাতিমা শেখের (Fatima Sheikh) জন্মদিন। ভারতের প্রথম মুসলিম মহিলা শিক্ষককে বিশেষ ডুডলের (Doodle) মাধ্যমে শ্রদ্ধা জানাল গুগুল (Google)। সমাজ সংস্কারক জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রীবাই ফুলের সঙ্গে ফাতিমা শেখ ১৮৪৮ সালে আদিবাসী লাইব্রেরির প্রতিষ্ঠা করেন। যা মেয়েদের জন্য ভারতের প্রথম স্কুলগুলির মধ্যে একটি।

১৮৩১ সালের আজকের দিনে পুনেতে জন্মগ্রহণ করেন ফাতিমা শেখ। ভাই উসমানের সঙ্গে থাকতেন তিনি। সমাজের নিম্নবর্ণের লোকেদের শিক্ষিত করার চেষ্টা করার জন্য ফুলে দম্পতি বাড়িছাড়া হতে হয়েছিল। সেই সময় তাঁদের আশ্রয় দেন ফাতিমা ও তাঁর ভাই। তাঁদের বাড়িতেই স্কুল খোলা হয়। এখান থেকেই সাবিত্রীবাই ফুলে এবং ফাতিমা শেখ প্রান্তিক দলিত এবং মুসলিম মহিলা, শিশুদের শিক্ষা দিতে শুরু করেন। আরও পড়ুন: Google Doodle Pays Tribute To Stephen Hawking: ৮০ তম জন্মবার্ষিকীতে বিজ্ঞানী স্টিফেন হকিংকে ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানাল গুগুল

সাম্যের জন্য আজীবন লড়াই করেছেন ফাতিমা শেখ। দলিতদের শিক্ষাপ্রদান করার মাধ্যমে তৎকালীন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিক্ষাবিস্তারে ভূমিকা রেখেছেন।তিনি প্রভাবশালী শ্রেণীগুলির কাছ থেকে প্রবল প্রতিরোধের সম্মুখীন হন। কিন্তু ফাতিমা এবং তার সহযোগীরা অবিচল ছিলেন নিজেদের কাজে।