নতুন দিল্লি, ২৮ মার্চ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Pakistan PM Imran Khan) করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন। সম্প্রতি সোশাল মিডিয়ায় এই খবর ছড়িয়েছে। নেটিজেনরা এনিয়ে জোর চর্চা করছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (British PM Boris Johnson) করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পর থেকেই সোশাল মিডিয়ায় ইমরান খানের করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে।
কিন্তু, এমন খবরের পর পাক প্রধানমন্ত্রী নিজেই খোলাশা করলেন যে তিনি সুস্থ আছেন। সম্প্রতি টেলিভিশনে ভাষণ দিয়েছেন ইমরান খান। এ থেকেই স্পষ্ট হয়েছে যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হননি। দেশে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে তিনি জিও টিভি, পিটিভি এবং ২৪ নিউজসহ বিভিন্ন চ্যানেলের সঙ্গে আলোচনা করেছেন ইমরান খান। মারণ এই ভাইরাসকে কীভাবে প্রতিহত করতে হবে সে বিষয়েও বক্তব্য রেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের সেনেটর ফয়সল জাভেদ খান (Faisal Javed Khan) প্রধানমন্ত্রী ইমরান খানের করোনাভাইরাসে আক্রান্তের গুজব উড়িয়ে দিয়ে বলেন, এটা মিথ্যা (fake)। তিনি বলেন, একটি ব্রিটিশ পত্রিকা এই মিথ্যা খবর প্রকাশ করেছে। এক টুইট বার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের কোভিড-১৯ পজিটিভ আসার খবর সত্য নয়। এমন মিথ্যা খবর ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। আরও পড়ুন: Boris Johnson Tests Positive: করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন
পাকিস্তানে এখন পর্যন্ত ১ হাজার ৩৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত ১১ জন আক্রান্ত হয়ে মারা গেছেন। অপরদিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩ জন।