AI Generated Video (Photo Credit: X/Screengrab)

Fact Check: বিহার নির্বাচন (Bihar Assembly Election 2025)  নিয়ে গোটা দেশ জুড়ে উত্তাপ চড়ছে। বিহার নির্বাচনের প্রচারে একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের এডিটর-ই-চিফ নভিকা কুমার (Navika Kumar) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) জুতো পরিষ্কার করে দিচ্ছেন। এমন ছবি দেখা যায়। এক্স হ্যান্ডেলে এমন একটি ভিডিয়ো হু হু করে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে শুরু হয় দোর চর্চা। নভিকা কুমার কি সত্যিই অমিত শাহের জুতো পরিষ্কার করেছেন, এমন প্রশ্নে তোলপাড় হয়ে যায়। যার সত্যি এবার প্রকাশ্যে এল।

আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে যে ভিডিয়ো তৈরি করা হয়েছে, তা পুরোপুরি ভুয়ো...

 

একাধিক ফ্যাক্ট চেকারের তথ্য যখন সামনে আসে সেখান থেকে জানা যায়, ভিডিয়োটি পুরো ভুয়ো। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে ওইভুয়ো ভিডিয়ো তৈরি করা হয়েছে। যার বাস্তব কোনও ভিত্তি নেই। এ আই ব্যবহার করে সেখানে নভিকা কুমার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জুতো পরিষ্কার করছেন বলে ভুয়ো ফুটেজ দেখানো হয়।

সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে এই ধরনের ভিডিয়ো তৈরি করা হয়েছে। যে ভিডিয়োর সত্যতা প্রকাশ্যে আসতেই, তা নিয়ে জোর সমালোচনা শুরু হয়।